আমাদের সম্পর্কে
সাধারণ তথ্য
আজকের অন্ধকার সময়ে ইসলামের বিরুদ্ধে হাজার হাজার অপপ্রচার চালিয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা, অথচ একমাত্র ইসলামই পারে নিকষ কালো অন্ধকারের মাঝে আলোর পথ দেখাতে, যখন চারিদিকে মিথ্যার আনাগোনা, তখন ইসলামি লেখকগনই নিরাপদ তথ্যের উৎস। তাই আমরা চেষ্টা করেছি সকল মধ্যমপন্থি মুসলিম লেখকদের জন্য একটি সম্মিলিত প্লাটফর্ম তৈরি করতে। আমাদের এই ওয়েব সাইট টি, সকল ইসলামি লেখগণের জন্য উন্মুক্ত। তুলনামূলক ধর্মতত্ব ও জ্ঞান বিজ্ঞানের যে কোন শাখা নিয়ে এখানে লেখালেখি করতে পারেন এবং অন্যন্য লেখকদের লেখা পড়ে জ্ঞান অর্জন করতে পারেন।
স্থাপনা
২০২০ সালের শুরুর দিকে আমরা এরকম একটি প্লাটফর্ম এর অভাব অনুভব করি। এরপর থেকেই এই সাইট এর ডেভেলপমেন্ট এর কাজ শুরু হয়। আমাদেরই একজন প্রোগ্রামার এই সাইট টি ডেভেলপ করেন। অবশেষে ২০২০ সালের ১৫ আগস্ট সাইট টির উদ্ভোদন করা হয়।
দৃষ্টিভঙ্গি
আমরা প্রথম ৩ প্রজন্মের মুসলিম উম্মাহর আদর্শ ধারণ করি। দ্বীনের মাঝে কোন ধরনের বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি মতাদর্শে বিশ্বাসী নই। সেই সাথে ইসলামের নামে সন্ত্রাসবাদ, ধর্মীয় উস্কানি মূলক কর্মকান্ডকে সমর্থন করি না এবং এসবের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক নাই। আমাদের এই পাল্টফর্ম এর কোন বাণিজ্যিক উদ্দেশ্য নাই, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ইসলামের মৌলিক জ্ঞান মানুষের কাছে তুলে ধরা।
লেখকগণের সাথে সম্পর্ক
এই সাইট এ প্রকাশিত লেখার কোন লেখকের, লেখক সত্তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই। প্রতিটি লেখা লেখক ও পরবর্তিতে পরিমার্জনকারীদের নিজস্ব জ্ঞানের আলোকে তাদের দৃষ্টিভঙ্গির প্রকাশ মাত্র। সাইটে প্রকাশিত কোন তথ্য ভুল প্রমাণিত হলে আমরা তা আমাদের সাইট থেকে সরিয়ে ফেলি।
পরিচালনা ব্যয়
যারা স্বেচ্ছায় এই সাইট এর পরিচালনা ব্যয় এ অংশগ্রহণমূলক দান করতে আগ্রহী তাদের দান করা অর্থের মাধ্যমে এই সাইট টির পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়। ডোমেইন এবং প্রাইভেট সার্ভার বাবদ বর্তমান বাৎসরিক খরচ ৫,৯০০ টাকা মাত্র। পরবর্তিতে সকল দাতা সদস্যের দানের পরিমাণ এবং নাম সাইটে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। সাইট ডেভেলপমেন্ট এর সকল দায়িত্ব আমাদের একজন ভাই পালন করেন, বিধায় এ বিষয়ে কোন খরচ হয় না।
সাইট নির্মান
সাইট টি নির্মান করেছেন Hasinoor Rahman। সাইট নির্মানে যেসকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার সবগুলোই মুক্ত উৎস প্রযুক্তি। সাইট টি ফ্রন্টএন্ড এর জন্য nuxtjs, ব্যাকএন্ড এর জন্য expressjs এবং ডাটাবেজ এর জন্য mongodb ব্যবহার করা হয়েছে। সাইট এর নকশার ক্ষেত্রে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন গাইডলাইন ব্যবহার করা হয়েছে, এবং সাইটে ব্যবহৃত সকল আইকন গুগল ম্যটেরিয়াল ডিজাইন আইকন থেকে নেওয়া হয়েছে। নির্মানের সাথে সম্পর্কিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আমাদের কোন ধরনের ব্যক্তিগত বা দলীয় সংশ্লিষ্টতা/সম্পর্ক নাই।