Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ১০//: ভুগোল:বাষ্পীয় ভবন!

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব:১০

বিষয়:ভুগোল:বাষ্পীয় ভবন!

\______________________/

কোরআনে নিম্নলিখিত আয়াতে বাষ্পীয় ভবনের ইঙ্গিত সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১১

 

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

 

অর্থঃআর শপথ বারংবার বর্ষণশীল আকাশমন্ডলীর।"

 

এখানে (رجع) এর আভিধানিক অর্থ হল" ফিরে আসা" বা "প্রত্যাবর্তন করা" তবে ব্যবহারিক অর্থে বৃষ্টিপাত। বৃষ্টিও বারবার এবং ফিরে আসে বলে তার জন্য رجع শব্দ প্রয়োগ করা হয়েছে।সূর্যের উত্তাপে সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয়,এরপরে ঘণিভূত হয়ে মেঘে পরিণত হয় তারপর বৃষ্টিরুপে সমুদ্রের পানি আবার পৃথিবীতে ফিরে আসে।এই জন্য বৃষ্টিকে رجع বলা হয়েছে। আরবরা পুনর্বার বৃষ্টির আশায় আশাবাদী হয়ে বৃষ্টিকে رجع বলত; যাতে বারবার বর্ষণ হতে থাকে।(ফাতহুল ক্বাদীর)।

 

কাতাদাহ রাঃ বলেন, এর অর্থ, আকাশের বৃষ্টি প্রতিবছর মানুষের রিফিক নিয়ে আসে।যদি তা নিয়ে না আসত তবে মানুষ ও জীব-জানোয়ারের ধ্বংস অনিবার্য হতো [ইবন কাসীর]।বৃষ্টিকে প্রত্যাবর্তনকারী বলার আর একটি কারণ এটাও হতে পারে পৃথিবীর সমুদ্রগুলো থেকে পানি বাষ্পের আকারে উঠে যায়। আবার এই বাস্পই পানির আকারে পৃথিবীতে বৰ্ষিত হয়। [দেখুন, ফাতহুল কাদীরা]।