Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ১২//: ভূ-তত্ত্ব বিজ্ঞান:পর্বত সমূহ সুদৃঢ়ভাবে গঠিত

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব সিরিজ:১২

বিষয়:ভূ-তত্ত্ব বিজ্ঞান:পর্বত সমূহ সুদৃঢ়ভাবে গঠিত

\____________________________________/

বহু পৃষ্ঠের উপরিভাগ বহু শক্ত স্তর মজবুত প্লেট বা পাতে (plates) বিভক্ত যেগুলোর পুরত্ব হলো প্রায় ১০০০ কিলোমিটার। এই পাত বা প্লেটগুলো আংশিক গলিত অঞ্চলে ভাসমান অবস্থায় থাকে।এই আংশিক গলিত অঞ্চলকে এস্থেনোস্ফিয়ার (Aesthenosphere) বলে। 

 

পর্বত গড়া শুরু হয় পাত বা প্লেটগুলোর প্রান্তসীমায়।পৃথিবীর কঠিন আবরণ (ভূ-ত্বক) ৫ কিলোমিটার মোটা বা পুরু মহাসাগরের নিচে,প্রায় ৩৫ কিলোমিটার মোটা সমতল মহাদেশীয় পৃষ্ঠদেশগুলোর নিচে এবং প্রায় ৮০ কিলোমিটার মোটা বিশাল পর্বতমালার নিচে।এগুলো হলো মজবুত ভিত্তি যার উপর পর্বতগুলো দাঁড়িয়ে আছে।আর মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদও পর্বতসমূহের শক্ত ভিত্তি সম্পর্কে বলেছে সূরা (৭৯) আন নাযিয়াত (النّزعت), আয়াত: ৩২

 

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

 

অর্থঃ আর তিনি পর্বতগুলোকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত (প্রোথিত) করেছেন।"

 

অনুরূপ বক্তব্য পবিত্র কোরআনের ১৬:১৫;  ৩১:১০ এবং ৮৮:১৯ নং আয়াতে উল্লেখ রয়েছে। 

 

নোট:"Earth ",Press & Siever ,P:435, also see Earth Science ,Trsbuck & Lutherans ; P:157.

 

২."পৃথিবীর শক্ত বহিরাবণকে অশ্বমন্ডল (Lithosphere) বলে।এর অংশ হচ্ছে প্লেট।অশ্ব মন্ডলের গভীরতা ১০০ কিলোমিটার।এই কঠিন অশ্বমন্ডলের নিচের স্তরকে Aesthenosphe বা অ্যাস্থেনোস্ফিয়ার বলে।এই স্তরের গভীরতা ১৫০ কিলোমিটার।অতিরিক্ত তাপ ও চাপে এই স্তর কঠিন নয় বরং নমনীয়রুপে বিরাজমান।