Are you sure?

কুরআন »  বিবিধ

৬ষ্ঠ পর্ব//: কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা: "মুসলিমদের আল্লাহর অনুগ্রহ, সাহায্য ও বিজয় দানের সুসংবাদ প্রদান" [সূরা আস-সাফ (الصّفّ), আয়াত: ১৩]

বিসমিল্লাহির রহমানির রহীম 

৬ষ্ঠ পর্ব 

বিষয়: পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ আলোচনা।

আলোচনা: "মুসলিমদের আল্লাহর অনুগ্রহ, সাহায্য ও বিজয় দানের সুসংবাদ প্রদান" [সূরা আস-সাফ (الصّفّ), আয়াত: ১৩]

\__________________________________/

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন। যাই হোক কোনরুপ ভুমিকা ছাড়াই মূল আলোচনায় আসা যাক এখন। মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা পবিত্র কোরআন মাজীদের ৬১ নং সূরা আস-সাফ (الصّفّ), আয়াত: ১৩ তে এরশাদ করেছেন:-

 

وَأُخْرَىٰ تُحِبُّونَهَا نَصْرٌ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ

 

অর্থঃ আর তিনি দান করবেন তোমাদের বাঞ্ছিত আরও একটি অনুগ্রহ; আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয়; মু’মিনদেরকে এর সুসংবাদ দাও।" [অনুবাদক: মুজিবুর রহমান]

 

"And [you will obtain] another [favor] that you love - victory from Allah and an imminent conquest; and give good tidings to the believers." [Translator: Sahih International]

 

আয়াতের সম্পূর্ণ তাফসীর পড়তে ক্লিক করুন:

https://hadithbd.com/quran/link/?id=5176

 

উপরোল্লিখিত আয়াতে আখিরাতের নেয়ামতের সাথে দুনিয়ার কিছু নেয়ামত দান করার প্রতিশ্রুতি দিয়েছেন মহান আল্লাহ্। আর সেটা হলো আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় (নিকটতম বিজয়) যা মুমিনদেরকে সুসংবাদ প্রদান করা হয়েছে। আর এই সুসংবাদটি বাস্তবায়িত হয়েছিল। আর তা হলো আসন্ন বিজয় তথা শত্রুদের উপরে বিজয়ী হয়েছিল মুসলিমগণ। আর এই বিজয় হলো খাইবার বিজয়। অতঃপর এর কিছু দিন পরে মক্কাও বিজয় করেন মুসলিমগণ। এছাড়া আল্লাহর সাহায্য ও অনুগ্রহের মাধ্যমে খোলাফায়ে রাশেদার যুগেও মুসলিমগণ প্রতাপশালী পারস্য ও রোমক রাজ্যদ্বয় বিজয় লাভ করেন। অর্থাৎ মহান আল্লাহ্ মুসলিমদের যেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়েছে মানে ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়েছে। সুবহানআল্লাহ্। 

 

বিঃদ্রঃ 

i) সম্পূর্ণ পবিত্র কোরআনের অর্থ, বাংলা, ইংরেজি, আরবি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ, তাফসীর লিংক (আবু বকর যাকারিয়া হাফিঃ) পড়ুন। 

Published by: King Fahd Complex, Madina, Saudi Arabia 

https://quranenc.com/en/browse/bengali_zakaria/48/1

 

ii) বাংলাদেশ হাদিস অ্যাকাডেমির "কোরআনের তাফসীর লিংক)

https://hadithbd.com/quran/