Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব:১৫//: কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি: জীব বিজ্ঞান:প্রতিটি জীব পানি হতে সৃষ্টি !

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

বিষয়:কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব সিরিজ:১৫

আলোচনা:-জীব বিজ্ঞান:প্রতিটি জীব পানি হতে সৃষ্টি !

\___________________________________/

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ আছেন।গত পর্বের ন্যায় আজকেও কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব সিরিজ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং এর মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে,"মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদ মহান স্রস্টার বাণী ছাড়া আর কারো বাণী নয়।যাই হোক মূল আলোচনায় আসি:

 

পবিত্র কোরআন মাজীদে সর্বশক্তিমান ঈশ্বর মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা সূরা আল আম্বিয়া (الأنبياء), আয়াত: ৩০ এ এরশাদ করেছেন:-

 

أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَٰهُمَا وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ أَفَلَا يُؤْمِنُونَ

 

অর্থঃ কাফেররা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?  [অনুবাদক: মাওলানা মুহিউদ্দিন খান]

 

"Did the disbelievers not observe that the heavens and the earth were closed, then We opened them? And We created from water every living thing. Would they still not believe?  [Translator: Mufti Taqi Usmani]

 

এখানে "কাফেররা কি ভেবে দেখে না" কথাটা বাহ্যিক চক্ষু দিয়ে দেখা নয় বরং অন্তর চক্ষু দিয়ে দেখার কথা বলা হয়েছে অর্থাৎ তারা কী চিন্তা ভাবনা করে না?তারা কী জানে না?

 

"আল্লাহ্ প্রাণবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করেছেন/Allah created from water every living thing." প্রসঙ্গে আলোচনা করা হলো। আসলেই কী প্রতিটি জীব পানি থেকেই সৃষ্টি?

 

ব্যাখ্যা: পৃথিবীর সকল কিছু সৃষ্টির মূল উপাদান হলো পানি (Water).এ মৌলিক উপাদান পৃথিবীর সকল জীবদেহে বিদ্যমান।আর এজন্য প্রত্যেক প্রাণী সৃজনে পানির অবশ্যই প্রভাব আছে। এসব প্রাণী সৃষ্টি, আবিষ্কার ও ক্রমবিকাশে পানির প্রভাব অপরিসীম। আবু হুরাইরা (রাঃ) বলেন,"আমি রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে আরয করলাম, “ইয়া রাসূলুল্লাহ (সাঃ), আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করি, তখন আমার অন্তর প্রফুল্ল এবং চক্ষু শীতল হয়। আপনি আমাকে প্রত্যেক সৃজন সম্পর্কে তথ্য বলে দিন?"এর  জবাবে তিনি বললেনঃ “প্রত্যেক প্রাণী পানি থেকে সৃষ্টি হয়েছে” [মুসনাদে আহমাদঃ ২/২৯৫] (পবিত্র কোরআন ২১:৩০ এর তাফসীরে আহসানুল বয়ান)।

 

কেবলমাত্র বিজ্ঞানের অগ্রযাত্রার পরেই আমরা জানতে পেরেছি যে,জীব কোষের যে মৌলিক উপাদান সাইটোপ্লাজম (Cytoplasm) তা ৮০% পানি দিয়ে তৈরি। আধুনিক বিজ্ঞান আরো জানিয়েছে যে,অধিকাংশ জীবেই ৫০-৯০% পানি আছে এবং প্রতিটি জীবন্ত প্রাণীরই বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন অপরিহার্য।"

 

নোট: সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে বেশির ভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ, সমসত্ব, জেলি-সদৃশ পদার্থ। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়।

 

সমস্ত জীবিত প্রাণীই পানি দ্বারা গঠিত এ মহাসত্যটি ১৪০০+ বছর পূর্বে কোন মানুষের পক্ষে অনুমান করা কী সম্ভব?অধিকন্তু মরুভূমিতে যেখানে রয়েছে পানির অভাব ৯০% , সেখানে এরুপ একটি অনুমানও কী কোন মানুষের পক্ষে কল্পনাসাধ্য হতে পারে?

 

পবিত্র কোরআনে পানি থেকেই প্রাণী সৃষ্টির উল্লেখ করে বলা হয়েছে সূরা আন নূর (النّور), আয়াত: ৪৫

 

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّن مَّآءٍ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

 

অর্থঃ আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক দুই পায়ে ভর দিয়ে চলে এবং কতক চার পায়ে ভর দিয়ে চলে; আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম।"   [অনুবাদক: মাওলানা মুহিউদ্দিন খান]

 

"আল্লাহ প্রত্যেক (চলন্ত) জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন/Allah has created every [living] creature from water."

 

পবিত্র কোরআনের আয়াতে পানি থেকে মানুষ সৃষ্টির উল্লেখ করে বলা হয়েছে সূরা আল ফুরকান (الفرقان), আয়াত: ৫৪ তে

 

وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًا فَجَعَلَهُۥ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا

 

অর্থঃ তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম।"  [অনুবাদক: মাওলানা মুহিউদ্দিন খান]

 

"And He is the One who created man from water, then made of him relations created by lineage and relations created by marriage. Your Lord is All-Powerful."  [Translator: Mufti Taqi Usmani]