Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ১৭//: কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি: জীববিজ্ঞান:উদ্ভিদ সৃষ্টি হয় জোড়ায় জোড়ায়,পুরুষ ও স্ত্রী রুপে!

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

বিষয়: কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব:১৭

আলোচনা:জীববিজ্ঞান:উদ্ভিদ সৃষ্টি হয় জোড়ায় জোড়ায়,পুরুষ ও স্ত্রী রুপে!

\____________________________________/

পূর্বেকার লোকদের এ ধারণাই ছিল না যে,উদ্ভিদেরও চিহ্নিতকরণ যোগ্য স্বতন্ত্র কোন পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। কিন্তু এখন উদ্ভিদ বিজ্ঞান বলছে যে,"প্রত্যেক উদ্ভিদের পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। এমনকি এক লিঙ্গ (Unisexual) বিশিষ্ট উদ্ভিদেরও পুরুষ ও স্ত্রী এই উভয়েরই চিহ্নিতকরণ যোগ্য উপাদান আছে।মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদে আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা এরশাদ করেছেন সূরা ত্বোয়া-হা (طه), আয়াত: ৫৩

 

ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ

 

অর্থঃ তিনি তোমাদের জন্যে পৃথিবীকে শয্যা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ জোড়ায় জোড়ায় উৎপন্ন করেছি।"

 

"[It is He] who has made for you the earth as a bed [spread out] and inserted therein for you roadways and sent down from the sky, rain and produced thereby categories of various plants."  [Translator: Saheeh International]

 

এখানে আরবি শব্দ "أَزْوَاجًا" ব্যবহার করা হয়েছে যার অর্থ জোড়ায় জোড়ায়।