Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ১৮//: কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি: উদ্ভিদ বিজ্ঞান: সব কিছুই জোড়ায় সৃষ্টি হয়!

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

বিষয়: পবিত্র কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব-১৮

আলোচনা: উদ্ভিদ বিজ্ঞান: সব কিছুই জোড়ায় সৃষ্টি হয়!

\____________________________________/

শুরুতেই সমগ্র বিশ্বজগতের রহমতের নবী মুহাম্মদ সাঃ এর উপরে দরুদ পাঠ করি এবং সবার উপর মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা আলার অশেষ রহমত বর্ষিত হোক।মূল আলোচনায় আসা যাক এখন। পবিত্র কোরআনে মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা এরশাদ করেছেন সূরা আয-যারিয়াত (الذّاريات), আয়াত: ৪৯

 

وَمِن كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

 

অর্থঃ আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।"  [অনুবাদক: মুজিবুর রহমান]

 

"And of all things We created two mates; perhaps you will remember."  [Translator: Sahih International]

 

আয়াতের সম্পূর্ণ তাফসীর পড়তে ক্লিক করুন:

https://www.hadithbd.com/quran/email/?id=4724

 

এখানে আরবি শব্দটা বহু বচন যা ব্যবহারিক অর্থে "زَوْجَيْنِ /ঝাওজাইনি" শব্দের অর্থ "জোড়ায় জোড়ায়" এবং শাব্দিক অর্থে "দম্পতি"। আর দম্পতি জোড়া হয় নারী ও পুরুষে। 

 

তাহলে আয়াতটা সকল জিনিসের উপরেই গুরুত্ব প্রদান করেছে। মহান আল্লাহ্ প্রতিটি জিনিস-ই জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ ঐ জিনিসের বিপরীত জিনিসও সৃষ্টি করেছেন যেমন: নর ও নারী, আলো ও আঁধার, জল ও স্থল, চন্দ্র ও সূর্য, মিষ্ট ও তিক্ত, দিন ও রাত, ভালো ও মন্দ, জীবন ও মৃত্যু, ঈমান ও কুফরী, সৌভাগ্য ও দুর্ভাগ্য, জান্নাত ও জাহান্নাম, মানব ও দানব ইত্যাদি। এমন কি জীবের বিপরীত জড়পদার্থও এই জন্য জরুরী যে, যাতে দুনিয়ারও জোড়া হয়। অর্থাৎ, দুনিয়ার মোকাবেলায় দ্বিতীয় জীবন আখেরাত।

 

নোট: এই আয়াতটা মানুষ, প্রাণী, উদ্ভিদ ও ফল ছাড়াও বিদ্যুতের ন্যায় অন্য কিছুকেও বোঝায়। বিদ্যুতের যেমন ধনাত্মক ও ঋণাত্মক চার্জ আছে, সেরকম প্রত্যেক বস্তুর পরমাণুতে ঋণাত্মক (Negative) ও ধনাত্মক (Positive) চার্জবাহী প্রোটন আছে। 

 

আবার পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ইয়াসীন (يس), আয়াত: ৩৬

 

سُبْحَٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

 

অর্থঃ পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানেনা তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়।"  [অনুবাদক: মুজিবুর রহমান]

 

"Exalted is He who created all pairs - from what the earth grows and from themselves and from that which they do not know."  [Translator: Sahih International]

 

পবিত্র কোরআন এখানেও বলছে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে সকল বস্তু কে, ঐসকল বস্তু সহ যেগুলো কে আজো মানুষ জানতে পারেনি, ভবিষ্যতে হয়ত মানুষ আবিষ্কার করতে পারে।