বিসমিল্লাহির রাহমানির রাহীম
২০ তম পর্ব:
বিষয়: কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি সিরিজ।
আলোচনা: "প্রাণী বিজ্ঞান: পাখির উড্ডয়ন"
\__________________________________/
পাখির উড্ডয়ন সম্পর্কে মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদে সূরা আন নাহল (النّحل), আয়াত: ৭৯
أَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ مُسَخَّرَٰتٍ فِى جَوِّ ٱلسَّمَآءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱللَّهُ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
অর্থঃ তারা কি লক্ষ্য করে না আকাশের শূন্য গর্ভে নিয়ন্ত্রণাধীন বিহংগের প্রতি? আল্লাহই ওদেরকে স্থির রাখেন; অবশ্যই এতে নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্য" [অনুবাদক: মুজিবুর রহমান]
"Do they not see the birds controlled in the atmosphere of the sky? None holds them up except Allah. Indeed in that are signs for a people who believe." [Translator: Sahih International]
সম্পূর্ণ তাফসীর পড়তে ক্লিক করুন:
https://www.hadithbd.com/quran/link/?id=1980
এ আয়াতে মহান আল্লাহ্ তা'আলা মানবজাতিকে আকাশের দিকে তাকিয়ে দেখার আহবান জানাচ্ছেন। যেখানে পাখি আসমান ও যমীনের মাঝখানে ভাসমান হয়ে থাকে। কিভাবে তিনি সেটাকে দু'ডানা মেলে শূণ্যে ভেসে বেড়াতে দিয়েছেন। এগুলোকে তো আল্লাহই কেবল তাঁর কুদরতে ধারণ করে রাখেন। তিনিই তো তাদেরকে ডানা মেলা ও বন্ধ করা শিখিয়েছেন। তারা সেভাবে ডানা মেলে ও বন্ধ করে যেমন কোন সাতারু পানিতে সাতার কাটার সময় করে থাকে" [ফাতহুল কাদীর]। সেখানে তিনি এমন শক্তির উদ্ভব করেছেন যে, তারা উড়ে বেড়াতে পারে। অনুরূপভাবে তিনি বাতাসকে নিয়োজিত করেছেন সেগুলোকে বহন করতে। আর পাখিও অনুরূপভাবে বাতাসে ভেসে চলাফেরা করতে পারে। আর যদি বাতাস না থাকত তাহলে পাখিগুলো আকাশে চলাচল করতে পারত না।
এই একই ধরনের বক্তব্য পবিত্র কোরআনের অন্যত্রে বলা হয়েছে সূরা আল-মুলক (الملك), আয়াত: ১৯
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلطَّيْرِ فَوْقَهُمْ صَٰٓفَّٰتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا ٱلرَّحْمَٰنُ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍۭ بَصِيرٌ
অর্থঃ তারা কি লক্ষ্য করে না তাদের উপরস্থ পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না। নিশ্চয় তিনি সব কিছুর সম্যক দ্রষ্টা।" [অনুবাদক: আল-বায়ান]
"Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing." [Translator: Sahih International]
উক্ত আয়াতের তাফসীর পড়তে ক্লিক করুন:
https://www.hadithbd.com/quran/link/?id=5260