Are you sure?

কুরআন »  বিবিধ

পর্ব ৮//: কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা: "ইহুদিরা পরাভূত হবে" [ সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ১২]

বিসমিল্লাহির রহমানির রহীম 

৮ম পর্ব 

বিষয়: পবিত্র কোরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা সিরিজ আলোচনা। 

আলোচনা: "ইহুদিরা পরাভূত হবে" [ সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ১২]

\_____________________________/

মহামহিমান্বিত আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা পবিত্র কোরআন মাজীদের ৩ নং সূরা আল ইমরান (آل عمران), আয়াত: ১২ তে এরশাদ করেছেন:-

 

قُل لِّلَّذِينَ كَفَرُوا۟ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ وَبِئْسَ ٱلْمِهَادُ

 

অর্থঃ যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে বলঃ অচিরেই তোমরা পরাভূত হবে এবং তোমরা জাহান্নামের দিকে একত্রিত হবে এবং ওটা নিকৃষ্টতর স্থান।" [অনুবাদক: মুজিবুর রহমান]

 

"Say to those who disbelieve, "You will be overcome and gathered together to Hell, and wretched is the resting place." [Translator: Sahih International]

 

উক্ত আয়াতের তাফসীর পড়তে ক্লিক করুন:

https://hadithbd.com/quran/link/?id=305

 

"অচিরেই তোমরা পরাভূত হবে/You will be overcome/سَتُغْلَبُونَ"

 

এখানে "কাফের বা অবিশ্বাসী" বলতে ইয়াহুদীদেরকে বুঝানো হয়েছে। আর এই ভবিষ্যদ্বাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হয়েছিল। যেমন: বানু ক্বাইনুক্বা ও বানু নাযীরকে তাদের অবিশ্বাস,অপকর্ম, হঠকারিতার জন্য দেশ থেকে বহিষ্কার করে তাদের কে পরাভূত করা হয়েছিল এবং বানু ক্বুরায়যাকে হত্যা করা হয়েছিল। অতঃপর ৬২৮ খ্রিস্টাব্দে খায়বার বিজয়ের পর সমস্ত ইয়াহুদীদের উপর জিযিয়া-কর আরোপ করা হয়েছিল। আর এভাবেই তারা পরাভূত হয়ে মুসলিমদের অধীনে আনুগত্য স্বীকার করেছিল। (ফাতহুল ক্বাদীর)

 

বিঃদ্রঃ 

i) সম্পূর্ণ পবিত্র কোরআনের অর্থ, বাংলা, ইংরেজি, আরবি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ, তাফসীর লিংক (আবু বকর যাকারিয়া হাফিঃ) পড়ুন। 

Published by: King Fahd Complex, Madina, Saudi Arabia 

https://quranenc.com/en/browse/bengali_zakaria/48/1

 

ii) বাংলাদেশ হাদিস অ্যাকাডেমির "কোরআনের তাফসীর লিংক)

https://hadithbd.com/quran/