অমুসলিমদের অভিযোগঃ ইসলামে
বিজ্ঞানচর্চা গুরুত্ব নেই ফলে পুরোনো ধ্যানধারনা ওপর ভিত্তি
করে বিজ্ঞানচর্চায় মুসলিমরা অনাগ্রহ ও পিছিয়ে কেন?
জবাবদাতাঃ হাবিব
উত্তরঃ-
বিজ্ঞানচর্চা ব্যাপারে আল্লাহ বলেনঃ
তারাই তো জ্ঞানি যারা
দাড়িয়ে,বসে ,শুয়ে সর্ববস্থায় আল্লাহকে স্মরন করে।তারা
চিন্তাগবেষনা করে আসমান(আকাশ,মহাকাশ) ও জমিন আল্লাহর এই
সৃষ্টি বিষয়ে। অতঃপর তারা বলে হে প্রভু !আপনি কোনকিছু
অনর্থক সৃষ্টি করেননি।সকল প্রশংসা ও পবিত্রতা আপনার জন্য।
আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান।।(কুরানঃ সুরা ইমরান
3:191)।।।
আসুন স্রস্টার সৃষ্টি রহস্য জানতে বিজ্ঞান চর্চা করি এবং
মানবকল্যানে অবদান রাখি। আসুন উপরিউক্ত নিয়মে স্রষ্টার
কৃতজ্ঞতা প্রকাশ করি।।।
বিজ্ঞানচর্চা মুসলিমদের অবদানঃ
পবিত্র কুরানে 3:191 এই আয়াতের মমার্থ যিনি বূঝতে পেরেছেন তিনি
বিজ্ঞান চর্চায় সার্থক।।আমরা জানি গনিত বিজ্ঞানের ভিত্তি।বিজ্ঞান
চর্চা মুলকেন্দ্র হল বীজগনিত।এর জনক ও উদ্ভবক মুসা আল
খেয়ারজমি।বিজ্ঞানের সার্থক গোড়াপত্তন ঘটে মুসলিমদের
হাতে।।। কুরানের এই আয়াতের মমার্থ বুজতে না পেরে আমরা
মুসলিমরা এখন অনেক পিছিয়ে আছি।বিজ্ঞানচর্চা এক প্রকার
ইবাদত।। হাদিসে বলা আছে যে ব্যক্তি আল্লাহর সৃস্টি বিষয়ে
গবেষনা করবে তার আমলনামায় পাহাড় পরিমান 70 হাজার সওয়াব লেখা
হয়।।সুবহানআল্লাহ।।।
যারা বলেন মুসলমানরা বিজ্ঞানে কোন অবদান
নাই, যারা বলেন বিজ্ঞান নাস্তিকতায় বিশ্বাসী, যারা বলেন ইসলাম
বিজ্ঞানকে সর্মথন করে না তারা ভাল করে জেনে নিন, আজ
যে আধুনিক সভ্যতার উপর দাড়িয়ে আছি সে বিজ্ঞানের শুরুটা
ঘটিয়েছে মুসলমানরা।
সুতরাং আমাদেরকে বর্তমান সভ্যতা গঠনের ইতিহাস সর্ম্পকে
জানতে হলে, জানতে হবে আমাদের পূর্বের ইতিহাস
সর্ম্পকে -
> রসায়নের জনক— জাবির ইবনে হাইয়ান
> বিশ্বের সেরা ভূগোলবিদ— আল-বিরুনি
> আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক— ইবনে সিনা
> হৃদযন্ত্রে রক্ত চলাচল আবিষ্কারক—ইবনুল নাফিস
> বীজগণিতের জনক— আল-খাওয়ারিজমি
> পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী— আল-ফারাবি
> আলোক বিজ্ঞানের জনক— ইবনে আল-হাইসাম
> এনালিটিক্যাল জ্যামিতির জনক— ওমর খৈয়াম
> সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী— আল-কিন্দি
> গুটিবসন্তের ব্যাপকতা আবিষ্কারক— আল-রাযী
> টলেমির মতবাদ ভ্রান্ত প্রমাণকারী —আল-বাত্তানি
> ত্রিকোণমিতির জনক — আবুল ওয়াফা
> স্টাটিক্সের প্রতিষ্ঠাতা — ছাবেত ইবনে কোরা
> পৃথিবীর আকার ও আয়তন নির্ধারণকারী—বানু মুসা
> মিল্কিওয়ের গঠন শনাক্তকারী — নাসিরুদ্দিন তুসি
> এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী — আবু কামিল
> ল’ অব মোশনের পথ প্রদর্শক— ইবনে বাজ্জাহ
> ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক — ইবনে ইউনূস
> পৃথিবীর ব্যাস নির্ণয়কারী— আল-ফরগানি
> পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী— আল-ইদ্রিসী
>সর্বপ্রথম জীবাণুনাশক সাবান আবিষ্কার করেন --- আল-রাযি
>সালফিউরিক এসিড ছাড়া বিশ্বের অর্থনীতি অচল,সালফিউরিক
এসিডের আবিষ্কারক কে?
-----আল-রাযি+জাবির
> বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কারক —আল-জাজারি
> সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি। প্রমাণকারী—আল-জারকালি
> বীজগণিতের প্রতীক উদ্ভাবক — আল-কালাসাদি।