জ্যোতির্বীদগণ (Astrophysicist) বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে সুনিপুণ ব্যাখ্যা করেছেন ব্যাপকভাবে গ্রহণীয় বিস্ময়কর ঘটনা যা "মহাবিস্ফোরণ বা Big Bang Theory" নামে জনপ্রিয় ভাবে পরিচিত।বহু দশক ভাবে জ্যোতির্বীদগণ কতৃক সংগৃহীত পর্যবেক্ষণমূলক ও গবেষণামূলক তথ্য উপাত্ত দ্বারা এটা সমর্থিত। "মহাবিস্ফোরণ বা Big Bang Theory"- তত্ত্ব অনুযায়ী সমগ্র বিশ্বজগৎ প্রাথমিক বা আদি অবস্থায় একটি বিশাল পিন্ড/বস্তু (প্রাথমিক নীহারিকা বা Primary Nebulae) আকারে বিদ্যমান ছিল। এরপরে সেখানে ঘটে এক মহাবিস্ফোরণ (মাধ্যমিক পৃথককরণ)। এরই ফলে গঠিত হয় অসংখ্য ছায়াপথ (Galaxies). অতঃপর এসব বহু খন্ডে বিভক্ত হয়ে গঠিত হয় নক্ষত্রপুঞ্জ, গ্রহপুঞ্জ, সূর্য, চন্দ্র ইত্যাদি। বিশ্বজগতের উৎপত্তি ছিল অন্যান্য। দৈবক্রমে এটা ঘটার সম্ভাবনা শূণ্য পর্যায়ে। বিশ্বজগতের সূচনা এবং উৎপত্তি সম্পর্কে মহামহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন মাজীদে বলা হয়েছে ২১ নং সূরা আল আম্বিয়া (الأنبياء), আয়াত: ৩০
وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَٰهُمَا وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ أَفَلَا يُؤْمِنُونَ
অর্থঃ যারা কুফরী করে তারা কি ভেবে দেখেনা যে, আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে; তবুও কি তারা বিশ্বাস করবেনা?" [অনুবাদক: মুজিবুর রহমান]
Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and then We separated them and made from water every living thing? Then will they not believe?
The Big Bang
পবিত্র কোরআনের আয়াতও "মহাবিস্ফোরণ বা বিগ ব্যাঙ থিওরি"-এর মধ্যে এই যে বিস্ময়কর সাদৃশ্য তা কোন ভাবেই এড়ানো যাবে না। ১৪০০+ বছর পূর্বে মরুময় আরবে প্রথম অভিভূর্ত একটি কিতাবে কিভাবে এরুপ একটি জ্ঞান গর্ভ বৈজ্ঞানিক সত্য কে ধারণ করতে পারল? এটা নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা প্রদত্ত মহিমান্বিত ঐশীগ্রন্থ।
[নোট: আপনি যদি মহাবিস্ফোরণ বা Big Bang Theory সম্পর্কে অধ্যায়ণ করেন তাহলে দেখবেন যে এটা অত্যন্ত সুনিপুণ ভাবে সংঘটিত হয়েছে, যেন কেউ পরিকল্পিত ভাবেই এই বিস্ফোরণ ঘটিয়েছে যেভাবে তিনি চেয়েছিলেন। ]