জবাব :- না! কখনোই না। আমরা মুসলিমরা কখনোই কালো পাথরের পূজা করি না।
আমরা কেবল আল্লাহর ইবাদত করি। তিনি আমাদের প্রভু৷
কাবা-ঘর আমাদের কিবলা। আমরা এই দিকে ফিরে সালাত আদায় করি। কাবা না থাকলে আমরা মুসলিমরা একেকজন-একেক দিকে ফিরে সালাত আদায় করতাম। কিন্তু কাবা ঘর থাকার কারণে আমরা সব মুসলিমরা যে-যেই প্রান্তেই থাকি না কেন! আমরা কাবা-ঘরের দিকে ফিরে সালাত আদায় করি। কারণ কাবা আমাদের কিবলা।
মুসলিমরা কাবা-ঘরের ইবাদত করে না প্রমাণ -
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
অতএব তারা যেন এবাদত করে এই (কাবা) ঘরের পালনকর্তার।
(সূরা: কুরাইশ, আয়াত: ৩)
এই আয়াতের মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ হয়ে যায় আমরা মুসলিমরা কাবা নই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করি ।
কাবা ঘরের ভিতরেও নামাজ আদায় করা যাবে!
এ প্রসঙ্গে নিচের হাদিস দেখুন :-
৮৭৪। বিলাল (রাঃ) হতে বর্ণিত আছে, কাবার অভ্যন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করেছেন। – সহীহ, ইবনু মা-জাহ (৩০৬৩), বুখারী, মুসলিম
ইবনু আব্বাস (রাঃ) বলেন, তিনি নামায আদায় করেননি, বরং তাকবীর ধ্বনি করেছেন।
উসামা ইবনু যাইদ, ফাযল ইবনু আব্বাস, উসমান ইবনু তালহা ও শাইবা ইবনু উসমান (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। বিলাল (রাঃ) বর্ণিত এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ বলেছেন। এই হাদীস অনুযায়ী বেশিরভাগ আলিম মত দিয়েছেন। কাবার অভ্যন্তরে নামায আদায় করাতে কোন সমস্যা আছে বলে তারা মনে করেন না; ইমাম মালিক বলেন, নফল নামায কা'বার অভ্যন্তরে আদায় করাতে কোন সমস্যা নেই; তবে ফরয নামায আদায় করা মাকরূহ। ইমাম শাফিঈ বলেন, যে কোন নামায কাবার অভ্যন্তরে আদায় করায় সমস্যা নেই তা ফরয হোক বা নফল হোক। কেননা, কিবলামূখী হওয়া, পবিত্রতা অর্জন করা ইত্যাদি প্রসঙ্গে ফরয ও নফলের বিধান একই। [হাদিসটি চেক করুন]
৮৭৬। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, কাবা ঘরের অভ্যন্তরে ঢুকে সেখানে আমি নামায আদায়ের ইচ্ছা করতাম তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে হিজর (হাতীম)-এ প্রবেশ করিয়ে আমাকে বললেনঃ যদি তুমি বাইতুল্লায় চাও তাহলে এই হিজরেই নামায আদায় করে নাও। কেননা এও বাইতুল্লাহর অংশ। কিন্তু তোমার সম্প্রদায় কা'বা ঘর ছোট করে নির্মাণ করে এবং (অর্থাভাবে) এই স্থানটিকে কা'বার বাইরে রেখে দেয়। — হাসান সহীহ, সহীহ আবূ দাউদ (১৭৬৯), সহীহাহ (৪৩)এই হাদীসটিকে আবু ঈসা হাসান সহীহ বলেছেন। বর্ণনাকারী আলকামার পিতার নাম বিলাল। [হাদিসটি চেক করুন]
হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া—
৮৬০। আবিস ইবনু রবীআ (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে আমি হাজরে আসওয়াদে চুমা দিতে দেখেছি এবং তিনি তখন বলছিলেনঃ আমি তোমাকে চুমা দিচ্ছি অথচ আমি জানি তুমি শুধুই একটি পাথর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমাকে চুমা দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমা দিতাম না।
– সহীহ, ইবনু মা-জাহ (২৯৪৩), বুখারী, মুসলিম। আবু বাকর ও ইবনু উমার (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবু ঈসা হাসান সহীহ বলেছেন।