Are you sure?

বিবিধ »  বিবিধ

ডারউইনবাদের ভুল ভবিষ্যদ্বাণীর সংক্ষিপ্ত তালিকাঃ সেন্ট্রাল ডগমা, ভাইজম্যান বেরিয়ার, প্রাকৃতিক নির্বচন

“Science is prediction, not explanation.”

Fred Hoyle

একটা ভাল তত্ত্বের বৈশিষ্ট্য হল, তা নির্ভুল prediction করবে। কিন্তু নব্য ডারউইনবাদের অজস্র ভুয়া prediction থাকা সত্ত্বেও কিছু লোক ফ্যাক্ট ফ্যাক্ট বলে চিৎকার করে থাকে। বলতে পারেন, ভাই, প্রমাণ দিতে পারবেন?
অবশ্যই।
Disproven NeoDarwinian paradigms:
#1 the Weissman barrier
#2 mutations সর্বদা random হবে
#3 the central dogma
#4 the tree of life পরিলক্ষিত হবে
#5 ফেনোটাইপ শুধু জিন কর্তৃক নিয়ন্ত্রিত
#6 synonymous mutations নিরপেক্ষ হয়।
#7 codons পক্ষপাতিত্ত করে
#8 gradualist evolution
#9 Junk DNA
#10 Lamarck ভুল বলেছে।
Etc...
এসব প্রমাণিত সত্য। কল্পনা নয়।
মিউটেশন কি নিয়ন্ত্রিত পরিসরে হয়?

Mutations (SNP) are not "random" rather they increase the G:C conversion rate which epigenetics shapes for non darwinian adaptation.

"SNPs results in the formation of DNA with single nucleotide mismatches, which are then corrected in a biased manner to favor G:C base pairs over A:T base pairs. This process, called GC-biased gene conversion.

Ultimately, biased mutation (and biased repair) drastically shapes genomic features, directing the paths of adaptive evolution."

- Non-Darwinian Molecular Biology

রয়েল সোসাইটির গবেষণার indirect meaning - ল্যামার্ক-ই ঠিক, ডারউইন ভুল।
indirect বললাম, কারণ সরাসরি বললে বিবর্তনবাদীদের ফ্যাসিবাদের শিকার হবে।
it has become apparent that the interactions between epigenetic information and chromatin can, in fact, indirectly lead to DNA mutations and ultimately influence genome evolution...we conclude that epigenetic information has widespread indirect effects on DNA sequences in eukaryotes and represents a potent cause and constraint of genome evolution...Epigenetic information is ultimately a cause of both organismal plasticity and molecular evolution in eukaryotes."[পেপার]

 

সেন্ট্রাল ডগমা ও ভাইজম্যান বেরিয়ার
নয়া ডারউইনবাদের দুইটি অন্যতম ভিত্তি হল- সেন্ট্রাল ডগমা ও ভাইজম্যান বেরিয়ার।
সেন্ট্রাল ডগমা অনুযায়ী, 'তথ্য' dna-rna - protein পথে অগ্রসর হয়.
ভাইজম্যান বেরিয়ার অনুযায়ী, দেহকোষ থেকে জনন কোষে তথ্য যাবে না।
উভয় নীতি মাত্র একটা উদাহরণ দিয়েই ভুল প্রমাণ করা যায়। তা হল- aids virus; একটা rna ভাইরাস, যা আপনার নিজের দেহের ট্রান্সক্রিপশন পদ্ধতি ব্যবহার করেই dna তে যুক্ত হয়। মানে, rna -> dna pathway বলতে পারেন। অন্যদিকে, জনন কোষ প্রতিনিয়ত rna গ্রহণ করে।[বিস্তারিত]
সুতরাং ভাইজম্যান বেরিয়ার ও সেন্ট্রাল ডগমা এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।
সবশেষে "বিবর্তনবাদীদের" স্বীকারোক্তি দিয়ে শেষ করি -
"Thus, the Central Dogma of molecular biology is invalid as an ‘absolute’ principle: transfer of information from proteins to the genome does exist." [পেপার]
ভাইজম্যানের প্রাক্তন মুরিদরা বর্তমানে তার স্তুতি পাঠের পর, এই তত্ত্ব বাদ দেয়ার পরামর্শ দিচ্ছেন। তাদের দাবি- ভাইজম্যানের তত্ত্ব তৎকালীন সময়ের জন্য উপযোগী ছিল; এখন পশ্চাৎপদ হলে চলবে না, বিজ্ঞানকে সামনে এগিয়ে যেতে দিতে হবে। অন্তত কিছু বিজ্ঞানী মুখ খুলছেন, এজন্য তাদের সাধুবাদ জানাই।
"Weismann himself acknowledged that ...barrier concept, was a product of deductions from available information and not a proven fact...Continued adherence to the barrier concept is extremely limiting in furthering our understanding of germ cell biology and inheritance... Discarding the barrier allows us to ...determine the entirety of what is inherited through them" [পেপার]
প্রাকৃৃতিক নির্বাচন ও ভাইজম্যান বেরিয়ার বিপদে
খাদ্যাভ্যাস & মানসিক চাপ শুক্রাণুর sncRNA এর trna তে প্রভাব ফেলে।[পেপার] এছাড়াও এপিজেনেটিক্যাল চেঞ্জ পিতার জীবদ্দশাতেই শুক্রাণুতে চলে আসে এবং এতে ডিএনএ-তে কোন পরিবর্তনের প্রয়োজন হয় না। [আরও পড়ুন]
ফলশ্রুতিতে নিও-ডারউইনীয় স্বীকার্য অনুযায়ী, দেহ কোষ ও জনন কোষের মাঝে পার্থক্যকারী প্রাচীরের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কারন যেকোন ভাবেই হোক, available evidence বলছে যে, বংশের ফেনোটাইপে চেঞ্জ আনতে জনন কোষে মিউটেশন হওয়া বাধ্যতামূলক নয়। বরং প্রজাতির মূল ডিএনএ অটুট রেখেই আশ্চর্যজনক বৈশিষ্ট্য প্রজাতি ধারণ করতে পারে এবং ব্যাপক বৈচিত্র্য আসতে পারে।
আরও সমস্যা হল, পরিবেশের চাপে সংগঠিত অস্থায়ী এপিজেনেটিক্যাল চেঞ্জের কারণে প্রাকৃতিক নির্বাচনের ফলে ভুল প্রাণী fittest to survive হিসাবে নির্বাচিত হবে যে কিনা পরিবেশের চাপ উঠিয়ে নিলে আবার আগের বিশুদ্ধ প্রজাতিতে ফিরে গিয়ে প্রজাতির প্রকৃৃত গুণাবলী restore করবে।
সুতরাং বিবর্তন হল কিভাবে? প্রাকৃতিক নির্বাচন মাঠে মারা গেল।

নব্য ডারউইনবাদ অনুযায়ী প্রাকৃতিক নির্বাচন হল প্রকৃতির সৃজনশীল ক্ষমতার একমাত্র উৎস যা সকল জটিল ও নিখুঁত কাঠামো সৃষ্টি করে । কিন্তু আধুনিক বিবর্তনীয় জেনেটিক্সের সাথে এই নব্য ডারউইনবাদের কোন মিল নেই।

in classical neo-Darwinian thinking, selection is the sole source of creativity and direction, the only force that can cause trends or build complex features. However, much of contemporary evolutionary genetics departs from the conception of evolution underlying neo-Darwinism, resulting in a widening gap between what formal models allow, and what the prevailing view of the causes of evolution suggests.[পেপার]

ডকিন্সের সেলফিস জিন বই 3টি স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত-
1। ভাইজম্যান বেরিয়ার
2। সেন্ট্রাল ডগমা।
(এই 2টি প্রশ্নবিদ্ধ হওয়া নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছিল )
3। স্রোডিঞ্জারের অপর্যায়বৃৃত্ত কেলাস তত্ত্বের উপর ভিত্তি করে ডিএনএ-র স্ব-অনুলিপন। এপিজেনেটিক্সের অগ্রগতির ফলে, যে কেউ বলতে পারে যে, ডিএনএ আসলে জীব থেকে স্বাধীন নয়। বরং রেপ্লিকেটর তার ভেহিকলের উপর নির্ভরশীল।
বিদায় 'সেলফিস জিন'!