Are you sure?

বিবিধ »  বিবিধ

যোগাযোগে নিরাপত্তাঃ Big Tech-এর ফাঁদে উম্মাহ

যোগাযোগে নিরাপত্তার গুরুত্ব মামুনুল হক ইস্যুর পরে সচেতন জনগণ ঠিকই বুঝে গেছে। কিন্তু অধিকাংশ লোকেরা বুঝেন নি। তাদের জন্যেই এই পোস্ট।
আজ আপনি নিরাপদে আছেন, কিন্তু কবে আপনার দেশ আমেরিকা বা চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, ঠিক আছে? তখন আপনার ব্যবহৃত প্রযুক্তিই আপনার শত্রু হবে না তার নিশ্চয়তা কি? আমরা কি কুফফারদের উপর এতটাই আস্থাশীল?
একটা ওয়েবসাইট আছে যেখানে মোবাইলের ডাটা ভিত্তি করে কোথায় কোন মতাদর্শ জনপ্রিয়, কারা আন্দোলন করতে পারে ইত্যাদি লিস্ট করা হয়েছে। এসব তথ্য ব্যবহার করে যেকোন দেশের উদীয়মান ইসলামপন্থী আন্দোলন অঙ্কুরে বিনষ্ট করা যায়। এছাড়াও আপনার personality cloning করা হয়। কেন জানি মনে হয় যে, দাজ্জাল যখন মৃৃতকে জীবিত করে দেখাবে তখন এই personality clone ব্যবহার করবে। আল্লাহ অধিক জানেন।
আমাদের দেশি কিছু ইসলামি অ্যাপ আছে, যেগুলোর অনেকগুলো আমাদের সামান্য যাকাত, ফিতরা ও সাদাকাহ নিয়ে এগিয়ে চলেছে। এই অ্যাপগুলোও গুগলের লাইব্রেরি ব্যবহার করে ফাদে পড়েছে। কিন্তু কারও কোন মাথাব্যথা নেই।
ফেসবুক ইউটিউব চলছে তো চলছেই। বিকল্প কেউ খুজছে না। অথচ গত বছরেও বড় বড় ইসলামি গ্রুপগুলো ফেসবুক বন্ধ করে দিল। ভারতে বিজেপি -কে নির্বাচনে জিততে সাহায্য করল। শ্রীলঙ্কায় মুসলিম বিরোধী দাঙ্গায় প্রচার মাধ্যম হিসাবে ব্যবহৃত হল।
এত সহজে এসব প্লাটফর্ম ত্যাগ করা যায় না আমি জানি। কিন্তু সদিচ্ছা থাকলে হয়।
যদি ইসলামি সেলিব্রিটিরা একযোগে সিদ্ধান্ত নেয় যে, তারা এখন থেকে ফেসবুক ছেড়ে minds.com চালাবে, ফেসবুকের মেসেঞ্জার ছেড়ে telegram চালাবে, whatsapp ছেড়ে signal, টুইটার ছেড়ে gab.com, ইউটিউব ছেড়ে odysee.com চালাবে। তাহলে একটা বিপ্লব করা যেত। আল্লাহ অধিক জানেন।
বড় বড় ইসলামি গ্রুপগুলো যদি মেম্বারদের এসব ব্যবহারে নিয়মিত উৎসাহ দিয়ে যায়, তাহলে 1 বছরের মাথায় বাংলাদেশ big tech এর ক্ষতি অনেকাংশে কমাতে পারবে বলে আশা করা যায়।
ফেসবুক ভিত্তিক ব্যবসায়ীদের একটা পিছুটান থেকেই যায়। তবে Gab & মাইন্ডসেও পণ্য প্রোমোট করা যায়। দুশ্চিন্তার কিছু নেই।
এতক্ষণ যা বললাম, সব দৈনন্দিন কাজ নিরাপদে করার জন্য। বিশেষ প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করা উত্তম। তখন blabber / pidgin জাতীয় xmpp ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে হবে।