Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

তেলাপোকা, ছত্রাকের বিষ সহনশীলতা; মানুষের লেজ

তেলাপোকার ধীর বিবর্তন!

তেলাপোকা প্রথম 'কার্বনিফেরাস' স্তরে পাওয়া যায়, প্রায় 350 মিলিয়ন বছর আগে। কিন্তু তখনকার তেলাপোকা এবং এখনকার মধ্যে পার্থক্য হল যে, তাদের বাহ্যিক ওভিপোজিটর ছিল। "অন্য কথায়, তারা কার্যত অভিন্ন।" [here] কিন্তু আজকের তেলাপোকার প্রজাতির মধ্যে সামান্য পার্থক্য রয়েছে; কিছু কিছু তেলাপোকার বাচ্চা বের না হওয়া পর্যন্ত তারা ওথেকা (ডিমের ক্যাপসুল) অভ্যন্তরীণভাবে বহন করে, আবার কেউ কেউ নিরাপদ স্থানে ওথেকা জমা করে। বিবর্তনবাদীরা এই বলে ব্যাখ্যা করে যে, তেলাপোকা বিভিন্ন পরিবেশের সাথে এতটাই খাপ খাইয়ে নিয়েছে যে, এর বিবর্তিত হবার প্রয়োজন ছিল না। কিন্তু কিভাবে তেলাপোকা প্রথমবারেই এত অভিযোজিত হয়েছিল? আমরা পরিবর্তনশীল তেলাপোকা দেখি না। জীবাশ্মের রেকর্ড জুড়ে আমরা সেসব তেলাপোকা দেখতে পাই যেগুলো জীবিত তেলাপোকার মতই। এটা অকল্পনীয় যে, বিবর্তনীয় সময়সীমার মধ্যে ডাইনোসরের পূর্ববর্তী কোনো প্রাণী ঠিক একই রকম থাকবে, অথচ তার চারপাশে অন্য সব জীব পরিবর্তিত হবে। কেউ কেউ ভাবতে পারেন যে, তেলাপোকা ব্যতিক্রমী কীট, যার বিবর্তন গতি ধীর। কিন্তু বিবর্তনবাদীরা হুটহাট প্রায়শই দাবি করে যে, তেলাপোকা দ্রুত বিবর্তিত হয়। [Hecht, J., Roaches have evolved to evade toxic traps, New Scientist, 24 May 2013; newscientist.com]
দেখা গেছে, কীটনাশক মিষ্টি স্বাদের ছিল বলে তেলাপোকার এমন বিবর্তন হল যে, তেলাপোকা এখন মিষ্টি খাবার খায় না। আর এটাই নাকি বিবর্তন! বাস্তবতা হল,প্রতি পপুলেশনেই কিছু তেলাপোকা সবসময়ই মিষ্টি খাবার খায় না। তাছাড়া এটা তাকে টিকে থাকতে অসুবিধার সৃষ্টিও করে। কারন সে ঐসব খাবারও ত্যাগ করে যা পুষ্টির যোগান দিতে পারে

এন্টিবায়োটিক

এটাই তো নকশা তাত্ত্বিকরা এতদিন ধরে বলে আসছে যে, drug resistance, antibiotic resistance সব ভুয়া কথা। এসব ক্ষমতা জীবদেহে আগেই সুপ্তাবস্থায় ছিল। দেখুন - ড্রাগ-প্রতিরোধী ছত্রাক প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যায়

মানুষের লেজ

বিবর্তনবাদীদের প্রায়ই বলতে দেখা যায়, মানুষের অপরিণত লেজ আছে। মাঝেমাঝে তারা ফেসবুকে লেজ নিয়ে জন্মানো নবাগতদের ছবি শেয়ার করে থাকে। তবে এগুলো বিবর্তনের প্রমাণ না, abnormality মাত্র।
It’s “an incomplete fusion of the spinal column,” [দেখুন]