- জবাবঃ-
الختان শব্দটি মাসদার । এর মূলপদ ختن এর আভিধানিক অর্থ কর্তন করা।
শরিয়তের পরিভাষায় الختان বা খৎনা হল পুরুষের পুরুষাংগের অগ্রভাগ আবৃতকারী চামড়া কাঁটা (Circumcision) এবং নারীর যৌনাংগের যোনিচ্ছদ পর্দা
কেঁটে দেয়া (Hymenectomy)।1 যোনিচ্ছদ বা সতীচ্ছদ পর্দা বা হাইমেন মেমব্রেন অনেক মোটা হওয়া বা অন্য কোন কারণে এটা প্রয়োজনীয় হয়ে পড়ে ।2
আজকাল ‘নারী খৎনা’ নামক একটা টার্ম নিয়ে ইসলাম বিরোধীরা খুব লাফালাফি করে, আবার অনেকে আইএস’র উদাহরণ নিয়ে আসে। আসলে নারী খৎনা নিয়ে ইসলামে কি হুকুম তা জানার দরকার আছে।
উল্লেখ্য Female Circumstance বা FGM বা Female genital mutilation আার ইসলামের নারী খতনা এক বিষয় না । FGM হলো একটি প্রক্রিয়া, যেখানে মহিলা যৌন অঙ্গগুলি ইচ্ছাকৃতভাবে কাটা, আঘাত করা বা পরিবর্তন করা হয়, কিন্তু এটি করার জন্য কোনো মেডিকেল কারণে প্রয়োজন নেই। অপর দিকে ইসলামে নারীদের খাতনা বলতে নারীর যৌনাংগের যোনিচ্ছদ পর্দা সতীচ্ছদ পর্দা বা হাইমেন মেমব্রেন কেঁটে দেয়া যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় যাকে Hymenectomy বলা হয় এর অনেক উপকারিতা আবিষ্কৃত হয়েছে যা নিচে তুলে ধরা হলো ।
কারণসমূহ:
যৌন সম্পর্কের সময় ব্যথা বা অস্বস্তি উপশম করা
কুমারীত্ব এবং যৌন পবিত্রতা সম্পর্কে সাংস্কৃতিক বা ব্যক্তিগত বিশ্বাসের সমাধান করা
হাইমেনের অস্বাভাবিকতা বা ত্রুটি সংশোধন করা যা ব্যথা বা রক্তক্ষরণ সৃষ্টি করতে পারে
যৌন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বৃদ্ধি করা
একটি অপ্রবাহিত হাইমেন অপসারণ করা যা মাসিকের প্রবাহ বাধা সৃষ্টি করে
মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, যেমন প্যাপ স্মিয়ার (Pap smear)3
উপকারিতা:
১। যৌন ক্রিয়াকলাপে ব্যথা বা অস্বস্তি থেকে মুক্তি ।
২। যৌন স্বাস্থ্যের উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি ।
৩। হাইমেনের অস্বাভাবিকতা বা ত্রুটি সংশোধন ।
৪। হাইমেনের চেহারা পুনঃস্থাপন ।
৫। একটি অপ্রবাহিত হাইমেন অপসারণ ।
৬। মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি ।
৭। অল্প সময়ের মধ্যে পুনরুদ্ধার এবং কম অবকাশকালীন সময় ।
৮। নিরাপদ এবং কার্যকর, কম জটিলতার ঝুঁকি ।4
শরীয়াতে মহিলাদের খাতনা করার বিধান রয়েছে। তবে মহিলাদের খৎনা করা কোন আবশ্যকীয় বিষয় নয়। এটি সুন্নতও নয়। বরং সর্বোচ্চ এটিকে জায়েজ বলা হয়েছে।
নারীদের খাতনা করার ব্যাপারে অনেক হাদীস বর্ণিত হয়েছে, তবে একটিও ক্রটিমুক্ত নয়, যেমন
أَنَّ امْرَأَةً كَانَتْ تَخْتِنُ بِالْمَدِينَةِ فَقَالَ لَهَا النَّبِيُّ ﷺ: «لَا تَنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ، وَأَحَبُّ إِلَى الْبَعْلِ
উম্মে আত্বীয়া হতে বর্ণিত, জনৈক মহিলা মদ্বীনায় (মেয়েদের) খাতনা করাতো। নাবী (ﷺ) তাকে বললেন, খাতনাস্থানের অংশ খুব বেশি কাটিও না। কেননা এটা (কম কাটার জন্য সঙ্গমের সময়) নারীর জন্য অধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুবই প্রিয়।5
অন্য এক হাদীসে এসেছে যে,
عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ :« الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ مَكْرُمَةٌ لِلنِّسَاءِ
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ খৎনা পুরুষের জন্য সুন্নত আর মহিলাদের জন্য ইজ্জত।6
এ সকল হাদীস একথাই প্রমাণ করে যে, প্রয়োজনে মহিলাদের খৎনা করা উত্তম। তবে এটি সুন্নত বা জরুরী কিছু নয়। এ কারণেই ফুক্বাহায়ে কেরাম এবং হাদীস ব্যাখ্যাকারগণ মহিলাদের খৎনাকে সুন্নত বা জরুরী সাব্যস্ত করেননি। তাই মহিলাদের শারিরিক ক্ষতির সম্ভাবনা থাকলে যেমনটি প্রশ্নে উল্লেখিত করা হয়েছে, মহিলাদের খৎনা করতে বাধ্য করা জায়েজ হবে না।
وفي الفتح يجبر عليه أن تركه إلا إذا خاف الهلاك وإن تركته هي لا (طحطاوى على المراقى الفلاح- باب ما يوجب الغسل، مطبوعة مصر
مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمْوَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ [٥:٦
আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর। ;সূরা মায়িদা 125;
নারীদের খাতনা বা Hymenectomy করার ব্যাপারে অনেক হাদীস বর্ণিত হয়েছে, তবে একটিও ক্রটিমুক্ত নয় । প্রায় সব ফতোয়া মতে নারী খৎনা বা Hymenectomy করা যায়, তবে সেটা সবার জন্য অপরিহার্য নয়, মাজুর বা অসুস্থ নারীদের জন্য সুযোগ। এখানে মনে রাখতে হবে, অনেক মহিলা সন্তান হওয়ার সময় সিজার অপরেশন করে, এতে ঐ মহিলার অনেক কষ্ট হয়, কিন্তু মাজুরতা বা অসুস্থতার জন্য তাকে ঐ কাজটি বাধ্যই হয়ে করতে হয়। অনেক মহিলারা বিশেষ রোগে ভুগতো, যার কারণে ঐ সময় নারী খৎনার বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। এবং প্রয়োজন অনুসারে মাজুর মহিলাদের জন্য এ কাজটি অনুমোদন করা হয় । কারণ নারীদের ঐ বিশেষ শারীরিক সমস্যার সমাধান একমাত্র ইসলাম-ই দিতে পেরেছিলো, যা অন্য ধর্ম দিতে পারেনি। কিছু বিশেষ ক্ষেত্রে নারী খৎনা অপরিহার্য । যা উপরে উল্লেখ করা হয়েছে ।7 আধুনিক বিজ্ঞানে এর বেশ কিছু প্রয়োজনীয়তা ও উপকারীতা আবিস্কৃতও হয়েছে ।8
- ⇧ তুহফাতুল মাওদূদ ( ১০৬-১৩২), মাজমূ (১/৩০১)।
- ⇧ https://rejuvenatenj.com/cosmetic-gynecology/hymenectomy/
- ⇧ https://www.brooklynabortionclinic.nyc/hymenotomy/
- ⇧ https://www.docdoc.com/medical-information/procedures/hymenotomy
- ⇧ সুনানে আবু দাউদ, হাদীস নং-৫২৭১, সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৭৩৩৮ ইমাম আবু দাউদ রহঃ বলেনঃ এ হাদীসের একজন রাবী মুহাম্মদ বিন হাসসান মাজহূল। আর এ হাদীসটি জঈফ। এ হাদীসের সনদে দু’জন মাজহুল (অপরিচিত) রাবী ও বিচ্ছিন্নতা আছে। এসত্ত্বেও এর কতিপয় শাহেদ (সমর্থক) হাদীস থাকার কারণে আলবানী হাসান বলেছেন। যা তার সহীহ আবূ দাউদ (৩৮৩), ইরওয়াউল গালীল (৭৯) এ বর্ণনা করেছেন। কিন্তু আমি তা অবগত হতে পারি নি। ইমাম নাববী ও শাওকানী এ হাদীসকে যঈফ আখ্যা দিয়েছেন।
- ⇧ যঈফ; আহমাদ (৫/৭৫) সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১৭৩৪৪, মুসনাদে আহমাদ-৫/৭৫,কানযুল উম্মাল, হাদীস নং-৪৫৩০৫;
- ⇧ বিস্তারিত দেখুন ১-ফাতহুল বারী লিইবনে হাজার-১০/৩৮৪-৩৮৭। ২- আলবাহরুর রায়েক১/৫৮। ৩-ফাতহুল কাদীর-১/৬৩ ৪- ইনায়া আলা ফাতহিল কাদীর-১/৬৩। ৫- আল মাদখাল লিইবনুল হাজ্জ-৩/২৯৬।
- ⇧ https://readysetrecover.com/blog/understanding-hymenectomy