আরেকটি মানসম্মত সহায়ক নিবন্ধ
বুখারী ও ইবনে মাজাহ হাদীসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়। কেননা তার একটি ডানায় রোগজীবাণু রয়েছে, আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ’(বুখারী)।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ – رضي الله عنه – قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ – صلى الله عليه وسلم -: «إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ ليَنْزِعْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً، وَفِي الْآخَرِ شِفَاءً» أَخْرَجَهُ الْبُخَارِيُّ ،
وَأَبُو دَاوُدَ، وَزَادَ: «وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ»
আবূ হুরাইরা (রাঃ) তিনি বলেন, আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের ‘কারো পানীয় বস্তুর মধ্যে মাছি পড়ে তখন সে যেন তাকে তাঁর মধ্যে ডুবিয়ে দেয়। তারপর তাকে বাইরে ফেলে দেয়। কেননা ওর এক ডানায় রোগ আর অন্য ডানায় আরোগ্য রয়েছে।’ আবূ দাঊদে (অতিরিক্ত শব্দ) এসেছে; ‘মাছি তার জীবাণু যুক্ত ডানাটি (প্রথমে পানীয়ের মধ্যে ডুবিয়ে) তাকে বাঁচানোর চেষ্টা করেসহিহ বুখারি হাঃ৩৩২০,৫৭৮২, সুনান আবু দাউদ হাঃ৩৮৪৪, বুলুগুল মারাম, হাদিস নং ১৪, হাদিসের মান: সহিহ হাদিস
শিক্ষাঃ শুষ্ক খাবারে মাছি পড়লে, মাছিকে খাবারে ডুবানো যাবে না। [অবশ্য ডুবানো সম্ভবও না।] বরং খাবারের যেখানে মাছি পরেছে তার আশে-পাশের কিছু অংশ ফেলে দিতে হবে। শুধু মাছিই নয় অন্যান্য পোকা-মাকড়ের ক্ষেত্রেও একই হুকুম। কারণ আল-যুবাব দ্বারা সকল উড়তে সক্ষম পোকা বুঝায়। [তবে হারাম, যেমন-বিচ্ছু এই হুকুমের অধীন নয়] [বিস্তারিত]
হাদিসের জানাহ শব্দ দ্বারা ডানা বুঝালেও এর অনুবাদ দেহের পার্শ্ব বা অংশ বুঝায়।i ii
আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, "পানীয়তে মাছি ডুবানোর নির্দেশ হাদিসে সাধারণভাবে দেখা গেলেও, আমার বোধগম্য হল, এটি এমন ক্ষেত্রেই সীমাবদ্ধ যেখানে খাবার বা পানীয় গরম হয় না। এই সীমাবদ্ধতার কারণ গরম পানীয়তে মাছি ডুবিয়ে রাখলে ক্ষতি আরও বেড়ে যায়।iii
ইবনে হাজার [রাহঃ] বলেন, “কোন পাখা প্রতিষেধক বহন করে, তা আমি দৃষ্টিভঙ্গির পার্থক্যের মধ্যে কিছুই খুঁজে পাই নি। তবে কেউ কেউ বলেন যে, মাছি নিজেকে বাম পাখা দ্বারা রক্ষা করে আর তাই বলা যেতে পারে যে, ডান পাখায় প্রতিষেধক আছে।… কেউ কেউ বলেন, এখানে বিষ হচ্ছে অহংকার যা মানুষকে খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেয়। তাই মাছিকে ভাল করে খাবারে ডুবিয়ে জোরপূর্বক নিজেকে খেতে বাধ্য করার মধ্যেই নিরাময় আছে”।
তবে ইমাম আল শাশী রাহঃ,iv আল কাস্তালানী,v আল মুনাবী,vi আল আমির আল সান'আনী,vii আল বুজমিরীviii এবং শাইখ উসাইমীন [রাহঃ] এর মতে, কেউ মাছি পড়েছে এমন খাবার খেতে বাধ্য না।ix
জ্ঞানবিজ্ঞানের যখন অগ্রগতি হলো, যখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতির মাধ্যমে বর্ণিত হচ্ছে, মাছি মানুষের শত্রু, সে রোগজীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে। মাছির ডানায় রোগজীবাণু রয়েছে তাতে কোন সন্দেহ নেই।’ তাই যদি হয় তাহলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোগজীবাণু বহনকারী মাছিকে ডুবিয়ে নেয়ার আদেশ করলেন? অনেকে বলে, মাছির ডানায় উপকারী বা অপকারী কোন জীবাণু থাকাই সম্ভব না। তাদের এটা পড়তে বলব।
ছোটবেলা থেকে আমরা মাছির খারাপ দিকগুলো শুনে শুনে এখন আর ভাল কিছু আছে বলে বিশ্বাস করতে পারি না। অবশ্য আপনাকে দোষ দিচ্ছি না। আর WHO কেন মাছিকে আমাদের চোখে ভিলেন হিসাবে উপস্থাপন করল, সে ধরনের অভিযোগ তোলার ইচ্ছাও আমার নেই। কারন মাছির যে রহস্যময় অজানা কথাগুলো আজ আপনাদের সাথে আলোচনা করব, তা আসলে রহস্যাবৃত! যতদূর জানি, মাছির এই অদ্ভূত বৈশিষ্ট্যের সফল প্রয়োগ কোন বিজ্ঞানী করে দেখাতে পারে নি। তাই WHO মাছি থেকে দূরে থাকতে বলে ভুল করে নি।
যারা মূল আলোচনা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন, তাদের এখনই বলে দিচ্ছি, “মাছি কিন্তু anti-bacterial বস্তু বহন করে। সেই anti-bacterial বস্তুটি আসলে কি তা জানা যায় নি।
১৯২৭ সাল,
Rockefeller Foundation প্রকাশিত Journal of Experimental Medicine (1927), খন্ড ৪৩-এর ১০৩৭ পৃষ্ঠায় বলা আছে, “কিছু বিশেষ রোগের জীবাণুর কালচারে মাছি দেয়া হয়। কিছু সময় পর, যখন মাছি কিছু জীবাণু ভক্ষণকারী বস্তু, ব্যাক্টেরিওফায, গঠন করল, জীবাণুগুলো মারা গেল এবং কোন চিহ্নই আর বাকি থাকল না। যদি এই মাছি থেকে কোন স্যালাইন দ্রবণ তৈরি করা সম্ভব হয়, হতে পারে তা ব্যাক্টেরিওফায বহন করবে, যা রোগসৃষ্টিকারী চারটি জীবাণু দমন করতে পারবে এবং আরও চারটি রোগের বিরুদ্ধে প্রতিরোধের উৎকর্ষ সাধন করবে”।
১৯৯৪ সাল,
University of Tokyo এর Professor Juan Alvarez Bravo বলেন, “শীঘ্রই আমরা দেখতে পারব যে, অনেক রোগের কার্যকরী প্রতিষেধক মাছি থেকে নিঃসরণ করা হবে”।x
২০০০ সাল,
University of Bath এর Department of Biology and Biochemistry থেকে R. J. Dillon উল্লেখ করেছেন, “মানবদেহের রোগ ও পরজীবী সৃষ্টিকারী অন্ত্রের মাইক্রোবায়োটা রোগবাহক পোকা-মাকড়ের উপর কিরূপ প্রভাব ফেলে তা নিয়ে কিছু গবেষণা করা হয়েছে। Gnotobiotic পোকামাকড়কে (Greenberg et al, 1970) Musca domestica [মাছি] এবং Lucilia sericata এর মাইক্রোবায়োটার ব্যাক্টেরিয়াল প্যাথোজেন দমনকারী ক্ষমতা আছে বলে প্রমাণ পেশ করা হত”।xi
২০০২ সাল,
অস্ট্রেলিয়ার Macquarie University এর Department of Biological Sciences থেকে একটি দল house fly, sheep blowfly, vinegar fruit fly এবং Queensland fruit fly নিয়ে গবেষণা করেন। প্রত্যেক প্রজাতির মাছির শরীরে anti-bacterial বস্তু পাওয়া গেছে। ইথানলে মাছিকে ডুবিয়ে anti-bacterial বস্তুটি নিংড়ে নেয়া হয়, এরপরে মিশ্রণটিকে ফিল্টার করে অশোধিত নির্যাস অর্জন করা সম্ভব হয়। E.coli, Golden Staph, Candida (a yeast) সহ অন্যান্য ব্যাক্টেরিয়ার মিশ্রণের মধ্যে অশোধিত নির্যাস প্রয়োগ করা হয়। আর প্রত্যেক ক্ষেত্রেই antibiotic ক্রিয়া লক্ষ করা গেছে। Ms Clarke বলেন, “আমরা এখন anti-bacterial বস্তুটি সনাক্ত করার চেষ্টা করছি”।xii কিন্তু ৩ বছর ধরে চালিয়ে যাওয়া এই গবেষণা মাঝ পথেই থেমে যায়। [দেখুন] মূলত, এই গবেষণার খরচ বহন করছিল একটি শিল্পকারখানা, Glaxo Smith Kline। এধরনের আবিষ্কার জনপ্রিয় জার্নালে প্রকাশ পেলে, ফর্মুলা সকল ওষুধ কোম্পানির সামনে চলে আসতে পারে। সম্ভবত একারনেই গবেষণার প্রাথমিক কাজ বিশ্ববিদ্যালয়ে সারার পর, বাকি কাজ কোম্পানি নিজস্ব ল্যাবে সরিয়ে নিয়েছে। এতদিনে হয়তো তা থেকে ওষুধ বানানোর কাজও শুরু হয়ে গেছে। কিন্তু সেই রহস্য হয়তো পেপসি ও কোকাকোলার-র মত গোপন রাখা হয়েছে আর্থিক লাভের জন্য। জোয়ান ক্লার্কের গবেষণার সারাংশ এখানে, তার সুপারভাইজারের রিসার্চগেট প্রোফাইল।
ওষুধ প্রস্তুতকারী কোম্পানি Glaxo Smith Kline অনেক দিন থেকেই মাছি থেকে ওষুধ বানানোর চেষ্টা করছে।xiii
২০০৫ সাল,
শরীর তো বটেই মাছির লালা কিন্তু একেবারে খারাপ না। অবাক হচ্ছেন? Auburn University এর কিছু গবেষক মাছির লালা-তে এক ধরণের প্রোটিন খুজে পেয়েছেন যা ক্ষত ও ত্বকের দীর্ঘস্থায়ী ফাটল নিরাময়ে কাজ করে।xiv
২০০৬ সাল,
২০০২ সালের গবেষণার কথা আবার মনে করিয়ে দিচ্ছি, কারন সেখানে গবেষক বলেছিল যে, তারা এমন একটি জায়গায় প্রতিষেধক খুঁজছেন , যেখানে কেউ খুঁজে দেখে নি। ২০০৬ সালে একই চেষ্টা করা হয়। তবে এবারের ঘটনা রাশিয়ায়। বিজ্ঞানীরা মনে করেন, মাছি এমন কিছু বহন করে যা ওষুধের জগতে আমূল পরিবর্তন এনে দিতে পারে।xv
২০০৭ সাল,
মাছি থেকে হৃদ রোগের ওষুধও তৈরি করা সম্ভব। কারন মাছি আর মানুষের হৃদপিন্ডের কিছু মিল আছে কিনা!xvi একই বছরে Stanford University ঘোষণা করে যে, মাছি থেকে নাকি এমন বস্তু পাওয়া গেছে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়!xvii
২০১০ সাল,
ড, জামাল হামিদ তার ছাত্রদের নিয়ে উক্ত হাদিসের উপর একটি গবেষণা করেন। সেখানে Salmonellas sp + proteus sp. Type, Coynebacterium Dephtheroid type, E Coli type, Staphylococcus sp. type নিয়ে পরীক্ষা করা হয়। আর সকল ক্ষেত্রেই মাছির ব্যাক্টেরিয়া প্রতিরোধী গুণাগুণ পাওয়া গেছে। [বিস্তারিত]
২০১৩ সাল,
ধারণা করা হচ্ছে, ভাইরাস আর ব্যাক্টেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে পার্শ্ব-প্রতিক্রিয়াবিহীন প্রাকৃতিক নিরাময় মাছি থেকেই উদঘাটন করা সম্ভব।xviii
যাই হোক, আমি এতোটুকুই তথ্য পেয়েছি। আসল কথা হল, নোবেল কিন্তু হাতের মুঠোয়। শুধু এখন সেই রহস্যময় anti-bacterial বস্তুটি খুঁজে বের করতে পারলেই হল।
এছাড়াও একটি খুব সুন্দর রিসার্চ পেপার আছে যা ২০১৪ সালের, তিনি ২০১০ সালে ড. জামাল হামিদ যা করেছেন, তার পুনরাবৃত্তি করেছেন। নিজেই পড়ুন। এখানে বলা হয়েছে যে, মাছির ডান ডানা থেকে তৈরি দ্রবণে জীবাণুর বৃদ্ধি পরিলক্ষিত হয় নি।
২০২২ সাল,
একটি রিভিউ পেপারে বলা হয়, M. domestica is known to have a diverse microbiome with antagonistic or antimicrobial properties that can impede the growth of pathogenic bacteria originating from the previous substrate. Antagonistic activities from these bacteria may be associated with their abilities to secrete enzymes or compounds that function antagonistically and/or as an antimicrobial…
B. subtilis isolated from the right wing and body surface of M. domestica effectively inhibited the growth of Pseudo-monas spp. B. subtilis plays an important role in the production of antibiotic enzymes, and other secondary metabolites that possess a broad spectrum of antimicrobial activities against pathogenic microbes. The right wing of M. domestica contains B. subtilis and B. circulans that can neutralize E. coli contaminated drinks due to their antibiotic effects …. Furthermore, the right wing contains bacteriophage which is thought to produce endolysins (phage lysins) which causes bacteria cell lysis.xix
অর্থাৎ, ঘরের মাছিতে জীবাণুরোধী বৈশিষ্ট্যবাহী বৈচিত্র্যময় মাইক্রোবায়োম রয়েছে যা পূর্ববর্তী স্তর থেকে উদ্ভূত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দিতে পারে বলে জানা যায়। এসব ব্যাকটেরিয়া থেকে বৈরী এনজাইম বা যৌগগুলি নিঃসরণ হতে পারে যা বিরোধী এবং/অথবা একটি অ্যান্টিমাইক্রোবিয়াল হিসাবে কাজ করে...
সাবটিলিস ঘরের মাছির ডান ডানা এবং শরীরের পৃষ্ঠে পাওয়া যায়, যা সিউডো-মোনাস এসপিপির বৃদ্ধিকে কার্যকরভাবে বাধা দেয়। বি. সাবটিলিস অ্যান্টিবায়োটিক এনজাইম এবং অন্যান্য গৌণ বিপাক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা প্যাথোজেনিক জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপের বিস্তৃত কাজ করে। এম. ডমেস্টিক এর ডান পাখায় বি. সাবটিলিস এবং বি. সার্কুলান রয়েছে যা তাদের অ্যান্টিবায়োটিক প্রভাবের কারণে ই. কোলাই দ্বারা দূষিত পানীয়গুলিকে নিরপেক্ষ করতে পারে। উপরন্তু, ডান ডানায় ব্যাকটেরিওফেজ থাকে যা এন্ডোলাইসিন (ফেজ লাইসিন) তৈরি করে যা ব্যাকটেরিয়া কোষের লাইসিস সৃষ্টি করে।"
হারাম নয় এমন পোকার ক্ষেত্রেও একই মাসয়ালা। তাছাড়া আরও কিছু পোকা একইভাবে রোগ-জীবাণু ধ্বংস করে। [যেমন] [এছাড়াও] সেই চৌদ্দশ বছর পূর্বে এই ক্ষুদ্র জীবাণু দেখার শক্তি মানুষের ছিল না। অথচ রাসূল (স:) সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন এবং সে সম্পর্কে কথা বলেছেন এবং ঐ বিপদজনক দিক বর্ণনা করেছেন যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।
মুহাম্মাদ ইবনে আবী ইসহাক আল বুখারী [রাহঃ] বলেন, এতে এমন একটি রোগ থাকতে পারে যা শরীরের ক্ষতি করে এবং আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেই রোগের প্রতিকার জানতেন এবং এর সঠিক প্রকৃতি প্রকাশ না করলেও তা আমাদের জানিয়েছিলেন। আর আল্লাহই ভালো জানেন"।xx
আরেকবার হাদিসটি দেখা যাক
হাদিসটি পড়ে কয়েকটি জিনিস জানা যায়-
১] মাছি রোগ বহন করে। [হাদিসের শব্দগুলো হল- 'এক ডানায় রোগ']
- ১৪০০ বছর আগে কি করে জানা সম্ভব ছিল যে, মাছির শরীরে আণুবীক্ষণিক জীবাণু আছে?
২] মাছির মধ্যে আরোগ্য রয়েছে।
- এটা আজকের বিজ্ঞানীরাও বলেন। [রেফারেন্স- ii-]
৩] মাছির এক ডানায় রোগ প্রতিরোধী কিছু না কিছু আছে।[রেফারেন্স- ২০০২, ২০১০,২০১৪ এর ঘটনা]
৪] রোগ প্রতিরোধী বস্তু সংগ্রহ করতে হলে, মাছিটিকে ডুবিয়ে দিতে হয়। [রেফারেন্স- ii]
তার মানে এই না যে, আপনি মাছি ডুবিয়ে ডুবিয়ে খাবেন। রাসূল [সাঃ] স্পষ্ট বলেছেন যে, ‘এক ডানায় রোগ আছে’। আর রোগ আসার আগেই প্রতিরোধ গড়ে তোলা উচিত। হারিস ইবনু কালাদা বলেছেন, "বেছে বেছে চলা অর্থাৎ প্রতিরোধ সকল ওষুধের মূল"।xxi
মাছি যেন পানীয়তে না পতিত হয়, এজন্য সতর্ক থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের (চামড়ার তৈরী পানির পাত্র) মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপুড় করে রেখে দাও। (আবু দাউদ; আল আদাবুল মুফরাদ]
তবে যদি মাছি পতিত হয়েই যায়, তাহলে এই কাজ করতে হবে।
iআল-জাবিদি, মুর্তদা, তাজ আল-উরুস মিন জাওয়াহির আল-কামুস, (কুয়েত: উইজারাত আল-ইরশাদ ওয়া আল-আনবা', 1969) খণ্ড 6, 350; লেন, আরবি-ইংলিশ লেক্সিকন, ভলিউম 2, 400;
iiমিফতাহি, শুয়াইব উল্লাহ, হাদিস-ই-ধুবাব: আইক মুতালিয়া, (ব্যাঙ্গালোর: জামিয়া ইসলামিয়া মাসিহুল উলূম) 9-10
iiiআল-কাশ্মীরি, আনোয়ার শাহ, ফাইযুল বারি ‘আলা সহীহ আল-বুখারি, (বৈরুত, দার আল-কুতুব আল-ইলমিয়া, 2005) খণ্ড 4, 337
ivআল-শাশী, নিজাম আল-দীন, আল-উসুল, (বৈরুত: দার আল-কুতাব আল-আরাবি) 93; আশ-শশীতে অনূদিত, নিজাম আদ-দীন, উসুল আশ-শশী – ইসলামিক আইনশাস্ত্রের নীতি, মনসুর আলীর অনুবাদ ও ভূমিকা (লন্ডন: তুরাথ পাবলিশিং, 2017) 89-90
vআল-কাসতালানী, আহমাদ শিহাব আল-দীন, ইরশাদ আল-সারী লি-শারহ সহীহ আল-বুখারী, (কায়রো, মাতব' আল-আমিরিয়া, 1323 হি) খণ্ড 5, 315
viআল-মুনাবী, আল-তাইসির বি-শারহ আল-জামি' আল-সাগীর, ভলিউম 1, 134
viiআল-সান'আনি, আল-আমির মুহাম্মদ বিন ইসমাঈল, আল-তানভীর শরহ জামি আল-সাগীর, (রিয়াদ, দারুসসালাম, 2011) ভলিউম 2, 235
viiiআল-বুজমিরি, সুলেমান, তুহফা আল-হাবীব আলা শারহ আল-খতিব। বৈরুত, দার আল-ফেকর, 1995. ভলিউম 1, 93
ixইবনুল উসামীন, আল-ফাতাওয়া ইসলামিয়া, (রিয়াদ: দার আল-ওয়াতান, 1415 হি) খণ্ড 4, 99;
xThe ointment in the fly: antibiotics, The Economist, December 3, 1994
xihttp://www.faculty.ucr.edu/~insects/systems/digestion/plenuryrd.html
xiiDanny Kingsley , The new buzz on antibiotics, www.abc.net.au, 1 October 2002. http://www.abc.net.au/science/articles/2002/10/01/689400.htm
xiiiJoanne Clarke, Michael Gillings and Andrew Beattie, 2002. Hypothesis-driven drug discovery. Microbiology Australia, pp: 8-10
xivProtein in Fly Saliva Speeds Healing of Incisions, Wounds, Auburn University, 23 Jan 2005.
xvThe fly effect: Russian scientists invent new medicine with the help of flies, St. Petersburg State University, 2006
xviFruit Flies May Pave Way To New Treatments For Age-related Heart Disease, Burnham Institute, 2007
xviiFruit Fly Insight Could Lead To New Vaccines, Stanford University, March 11, 2007.
xviiiParlan, 2013. Flies for antibiotics, www.naturalhealthyliving.com
xixNiode, Nurdjannah Jane et al. “A Review of the Antimicrobial Potential of Musca domestica as a Natural Approach with Promising Prospects to Countermeasure Antibiotic Resistance.” Veterinary medicine international vol. 2022 9346791. 30 Dec. 2022, doi:10.1155/2022/9346791
xxআল-বুখারী, মুহাম্মদ বিন আবি ইসহাক, বাহর আল-ফাওয়াইদ (মাআনি আল-আখবার), (বৈরুত, দার আল-কুতুব আল-ইলমিয়া, 1999) 240
xxiইবনে রজব হাম্বলী, জামিউল উলূম ওয়াল হিকাম, ৪৬৪