দায়মুক্তির ছাড়পত্র
সাধারণ দায়মুক্তি
  • কোন রাজনৈতিক দল বা সংগঠন, বা কোন বিশেষ মতাবলম্বীদের সাথে, বা কোন প্রতিষ্ঠানের সাথে এই ওয়েবসাইটের কোনো রকম সংশ্লিষ্টতা নেই।
  • এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো প্রবন্ধের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান বা দলের সাথে আমাদের কোন রকম চুক্তি /সংশ্লিষ্টতা নেই। এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন এবং ইসলামের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর খণ্ডন।
  • এই সাইট টি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দলের সাথে কোনভাবেই সম্পর্যুক্ত নয়, এবং কোন সাইট বা ব্যক্তি এর মালিকানা বা মালিকানার অংশ দাবি করতে পারবে না।
  • এই সাইট এর সকল লেখা সকলের জন্য সাইট এর ক্রেডিট উল্লেখ পূর্বক কপি করা বা শেয়ার করার জন্য উন্মুক্ত।
  • এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন। এখানে প্রকাশিত মতামত বা শেয়ারকৃত লিঙ্কের দৃষ্টিভঙ্গি সবসময় আমাদের নিজস্ব মতামতের প্রতিফলন নাও হতে পারে। একাধিক পুরাতন লেখকগণের মতামতের উপর ভিত্তি করে পরিচালিত হওয়ার কারণে, সাইট এর কোন লেখার দ্বায় প্রবন্ধ অনুমোদনে ভোটার গন গ্রহণ করে না।
  • এ ওয়েব সাইটে প্রকাশিত সকল তথ্যের বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ চেষ্টা করা হয়। তারপরও কিছু ভুলভ্রান্তি থেকে যেতেই পারে, তাই আমরা সকল তথ্যের বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদানের দায় গ্রহণ করি না।
  • এ ওয়েব সাইটে পরিবেশিত তথ্য ওয়েব সাইট পরিচালকগণের অভিমত হিসেবে বিবেচিত নয়।
  • এ ওয়েব সাইটে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে সাইটের ভিজিটর যে সিদ্ধান্তে উপনীত হয়, তার দায়ভার সে নিজেই বহন করবে এবং সেটি ওয়েব সাইটের সাথে সম্পৃক্ত নয়।
  • সাইট এর পরিচালকগণ এ ওয়েব সাইটে পরিবেশিত জ্ঞান ও তথ্যকে যে কোন সময় পরিবর্তন ও সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। পূর্ব ঘোষণা ব্যতীত যে কোন সময়ই এই সাইটের যেকোনো প্রবন্ধ পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
  • অনেকসময় সত্য প্রকাশের কারণেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাই এই সাইটের পরিচালকগণ এখান প্রকাশিত স্পর্শকাতর বিষয়বস্তু হতে সৃষ্ট শান্তি ও নিরাপত্তা বিরোধী পরিস্থিতির দায় নিতে পারে না।
  • এ ওয়েব সাইটের সাথে সম্পৃক্ত অন্য ওয়েব সাইটে প্রবেশ করা, এই ওয়েব সাইটে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে অন্য ওয়েব সাইটে প্রবেশ করার করার ব্যাপারে আমরা কোন দায়িত্ব বহোঁ করি না। ভিজিটরগণ সেসব ওয়েব সাইটে নিজ দায়িত্বে প্রবেশ করবেন, কারণ সেসব সাইট আমাদের নিয়ন্ত্রণে নাই। সেই সাথে অত্র ওয়েব সাইটে দেয়া কোন লিংক খুঁজে না পাওয়া গেলে, বা কোন লিংকের তথ্য পরিবর্তিত হলে, সেই দায় আমাদের উপর বর্তায় না।
  • ওয়েব সাইটে প্রকাশিত কোন তথ্য যদি অসত্য হয় তবে অবশ্যই আমাদেরকে জানানো ব্যাতিত কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আমাদের কে অভিযোগ জানানো হলে আমরা অবশ্যই অভিযোগ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো, এক্ষেত্রে অভিযোগকারীকে অবশ্যই তার অভিযোগ প্রমাণ করতে হবে।
  • এই সাইট এ প্রকাশিত কোন লেখার কপিরাইট লেখক সংরক্ষণ করে না। যেকোনো সময় যেকোনো লেখক অন্য লেখকের লেখা সংশোধন ও পরিমার্জনের প্রস্তাবনা দিতে পারে। নির্বাচিত লেখকগনের পরিচালনা পরিষদ সেই সংশোধন বা পরিমার্জনের প্রস্তাবনা গ্রহণ বা বাতিল করতে পারে। একই সাথে একই সাথে প্রকাশিত কোন লেখার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে, পরিচালনা পরিষদ প্রবন্ধের লেখককে কোনরুপ জানানো ব্যাতীতই সাইট থেকে প্রবন্ধটি সরিয়ে ফেলতে পারে।
  • এ দায়মুক্তির ছাড়পত্র প্রযোজ্য হবে এই ওয়েবসাইটের সকল ভিজিটরদের জন্য।
চুক্তিবদ্ধতা /সংশ্লিষ্টতা
ইসলামিক অথরস সাইট টি কোন রাজনৈতিক, সন্ত্রাসবাদী, বিশেষ মতাবলম্বী দলের সাথে কোন ধরনের চুক্তি বা সম্পর্ক রাখে না। তথাপি কোন লেখায় অথবা সাইটে প্রদত্ত অন্য কোন সাইটে যদি কোনভাবে এরকম কোন লেখা থেকে থাকে, ইসলামিক অথরস পরিচালনা পরিষদ এর দায় গ্রহণ করে না। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান। ইসলামের বিষয়ে মানুষের মনে যেসব ভুল ধারনা রয়েছে এবং অজ্ঞতার কারণে যেসব সংশয় রয়েছে, সেসব নিরসন করাই এই সাইটের মূল লক্ষ্য।

ইসলামিক অথরস এর বর্তমান পরিচালনা পরিষদের কেউ ই এখান থেকে কোণ বেতন/সম্মানী পায় না, এবং ইসলামিক অথরস ও তাদের কারো কাছ থেকে চুক্তিভিত্তিক কোণ অর্থ গ্রহণ করে না। যেকোনো সময় ইসলামিক অথরস এর পরিচালনা পরিষদ থেকে যে কেউ পদত্যাগ করতে পারে, এবং অন্যন্য পরিচালনা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে যে কাউকে পরিচালনা পরিষদ থেকে অপসারণ করা হতে পারে।

আমাদের এই সাইট এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ জেনো আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে নিয়ে, আমাদের সকল পাপ ক্ষমা করে দেন (আমিন)।