About: আমি একজন অতি সাধারণ মুসলিম , ইসলামের প্রচার ও প্রসার ও ইসলাম বিরোধীদের অপপ্রচারের জবাব দিয়ে আমার মহান রবের অনুগ্রহ লাভের চেষ্টা করছি ।
Quote: ◈সূরা আল-ইমরান;৩:১৬০ إِن يَنصُرۡكُمُ ٱللَّهُ فَلَا غَالِبَ لَكُمۡۖ وَإِن يَخۡذُلۡكُمۡ فَمَن ذَا ٱلَّذِي يَنصُرُكُم مِّنۢ بَعۡدِهِۦۗ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ (সম্ভাব্য ভাবানুবাদ) আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে তোমাদের উপর জয়ী হবার কেউ থাকবে না। আর তিনি তোমাদেরকে সাহায্য না করলে, তিনি ব্যাতিত অন্য এমন কে আছে, যে তোমাদেরকে সাহায্য করতে সক্ষম? সুতরাং বিশ্বাসিদের (মুমীনুন) উচিৎ আল্লাহ্র উপর নির্ভর করা ।◈ If Allah helps you, none can defeat you. But if He denies you help, then who else can help you? So in Allah let the believers put their trust.◈