সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী

About: 2 December 2023 এর পর থেকে আমার বর্তমান ইমেইল এড্রেস হচ্ছে shtalenfiradi@yahoo.com। কেও আমার সাথে যোগাযোগ করতে চাইলে উক্ত এড্রেসটিতে ইমেইল করতে পারেন। উল্লেখ্য যে : বর্তমানে এই ইমেইল এড্রিসটিই আমার একমাত্র ইমেইল এড্রেস এবং বর্তমানে এটা ব্যতিত অন্য আর কোনো ইমেইল একাউন্টই আমার দ্বারা পরিচালিত হয়না। আরও উল্লেখ্য যে : 23/11/2023 থেকে আরম্ভ করে 2/12/2023 পর্যন্ত আমার ইমেইল এড্রেস ছিল shtalenfiradi@gmail.com, তবে 2/12/2023 এর পর থেকে এবং বর্তমানে আমি সেই shtalenfiradi@gmail.com এড্রেসটা আর ব্যবহার করিনা।

Quote: দ্রষ্টব্য : 2023 সালের November মাসের 22 তারিখে আমি ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিয়েছি এবং 22/11/2023 এর পর আমি আর কখনোই ফেসবুকে ফিরে আসব না। সুতরাং 22/11/2023 এর পর কেও যদি কখনো ফেসবুকে এসে দাবি করে যে সে আমি তাহলে ধরে নিবেন যে সে আমি না বরং সে মিথ্যা বলছে ও আমি হয়ার মিথ্যা অভিনয় করছে।