বাইবেলের মথি পুস্তক যীশুর শিষ্য মথির লেখা নয় কি?

বাইবেলের মথি পুস্তক যীশুর শিষ্য মথির লেখা নয় কি? অবশ্যই না। আসলে বাইবেল যীশুর শিষ্য মথির লেখা নয় বরং এটি যীশুর শিষ্যের নামে কোন এক অজ্ঞাত নামা ব্যক্তির লেখা। এ বিষয়ে এনসাইক্লোপিডিয়া বৃট্যানিকার Biblical literature প্রবন্ধের বক্তব্য হলো:

"নতুন নিয়মের বিষয়টি হলো চার্চ (ধর্মীয় মন্ডলী বা জামাত) যদি বাইবেল তৈরি না করত,তাহলে কোন বাইবেলই থাকত না। অপরদিকে লেখনীর বিষয়বস্তুর ভিত্তিতে চার্চই বাইবেলের বইগুলো বাছাই করেছে।....প্রকৃত বিষয় হলো ১৫০ খ্রিস্টাব্দের দিকে যে কোন খ্রিস্টান নাম প্রকাশ না করে অথবা কোন প্রসিদ্ধ বাইবেলীয় ব্যক্তিত্ব যীশুর শিষ্যদের নামে বই লিখতে পারতেন।এরুপ কর্মকে ছলচাতুরি বা প্রতারণা বলে গণ্য করা হতো না। "

বিষয়টা অতি বিস্ময়কর। ১০০/১৫০ বছর পরে যে কোন খ্রিস্টান সম্পূর্ণ মিথ্যা ভাবে একটা পুস্তক লিখে প্রচার করেছেন যে এটা মথি লিখিত ইঞ্জিল, এটা লুক লিখিত ইঞ্জিল বা এটা পিতর লিখিত ইঞ্জিল ...! এভাবে যীশুর শিষ্যদের বা সাধুদের নামে যে যা পারছে তাই লিখে প্রচার করেছে। এরুপ কর্মকে উক্ত ধার্মিক লেখক বা সমাজের অন্য কোন ধার্মিক খ্রিস্টান কেউই অন্যায় বা পাপ বলে গণ্য করছে না। এগুলো সমাজে ইঞ্জিল নামে প্রসিদ্ধ হওয়ার আরো ১০০/১৫০ বছর পর এরুপ ধার্মিক খ্রিস্টানরা "অজ্ঞত ধার্মিক মানুষদের লেখা "-অর্ধশতাধিক ইঞ্জিল থেকে শুধুমাত্র বিষয়বস্তুর পছন্দীয়তার দিকে তাকিয়ে শুধুমাত্র চারটা ইঞ্জিল বেছে নিয়ে নতুন নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করলেন।আর এটা যে যীশুর শিষ্যরা লিখে নাই তার একটা প্রমাণ:

9. সেই জায়গা থেকে যেতে যেতে যীশু দেখলেন, মথি নামে এক ব্যক্তি কর আদায়ের জায়গায় বসে আছে; তিনি তাঁকে বললেন, “আমার সঙ্গে এস।” তাতে তিনি উঠে তাঁর সঙ্গে চলে গেলেন।

● এখানে কথা হলো এটা যীশুর শিষ্য মথির লেখা নয়। কেননা এটা যদি যীশুর শিষ্য মথির নিজস্ব লেখা হতো তাহলে তিনি কখনোই এরুপ লিখতেন না যে :-"সেই জায়গা থেকে যেতে যেতে যীশু দেখলেন, মথি নামে এক ব্যক্তি কর আদায়ের জায়গায় বসে আছে; তিনি তাঁকে বললেন, “আমার সঙ্গে এস।” তাতে তিনি উঠে তাঁর সঙ্গে চলে গেলেন।"(এইরুপ লেখা হয় অন্য ব্যক্তির ক্ষেত্রে কিন্ত নিজের ক্ষেত্রে নয়।)। এইটা যদি মথির নিজস্ব লেখা হতো তাহলে তিনি এইভাবে লিখতেন:-"সেই জায়গা থেকে যীশু আমাকে দেখলেন যে, আমি কর আদায়ের জায়গায় বসে আছি।তখন তিনি আমাকে বললেন,"আমার সঙ্গে এসো।"এতে আমি তাঁর সাথে গেলাম।"কিন্তু এটা যে যীশুর শিষ্য মথির লেখা নয় যা বোঝাই যাচ্ছে।

10. পরে তিনি যখন মথির ঘরের মধ্যে খাবার খেতে বসলেন, আর অনেক কর আদায়কারী ও পাপী মানুষ এসে যীশুর এবং তাঁর শিষ্যদের খাবার খেতে বসল।"

● এখানেও খেয়াল করেন। উপরের বাক্যটি নিশ্চয়ই অন্য জন লিখেছেন মথির নামে।কেননা সেখানে বলা হয়েছে:-"পরে তিনি যখন মথির ঘরের মধ্যে খাবার খেতে বসলেন"-কথাটা আছে। এখন এটা যদি মথির নিজস্ব লেখা হতো তাহলে মথি কখনোই নিজের ক্ষেত্রে এইভাবে লিখতেন না। বরং তিনি এইভাবে লিখতেন:-"পরে তিনি যখন আমার ঘরে খাবার খেতে বসলেন"।তখন অনেক কর আদায়কারী ও পাপী মানুষ এসে আমাদের সাথে খাবার খেতে বসল।"কিন্তু বাক্যটি এই ভাবেও লেখা নেই কারণ এটা মথির লেখা নয় বরং কোন এক অজ্ঞাত নামা ব্যক্তি মথির নামে এসব লিখেছে।

11. তা দেখে ফরীশীরা তাঁর শিষ্যদের বলল, তোমাদের গুরু কেন কর আদায়কারী ও পাপীদের সাথে খাবার খান?

● এখানেও দেখেন কী বলা হয়েছে? নিশ্চিত এটা মথির লেখা নয় বলেই অন্য ভাবে লেখা হয়েছে। যদি মথির নিজস্ব লেখা হতো তাহলে মথি কখনোই এইভাবে লিখতেন না। মথি যদি নিজে লিখত তাহলে "দেখে ফরীশীরা তাঁর শিষ্যদের বলল"-বাক্য টি তিনি এইভাবে লিখতেন না। বরং তিনি লিখতেন:-"তা দেখে ফরিশীরা আমাদের বলল"। কিন্তু কখনোই এইভাবে লেখা হয় নাই।

12 যীশু তা শুনে তাদেরকে বললেন, সুস্থ লোকদের ডাক্তার দেখাবার দরকার নেই, কিন্তু অসুস্থদের প্রয়োজন আছে।
13 কিন্তু তোমরা গিয়ে শেখো, এই কথার মানে কি, “আমি দয়াই চাই, বলিদান নয়”; কারণ আমি ধার্ম্মিকদের নয়, কিন্তু পাপীদেরকে ডাকতে এসেছি।"(মথি ৯:৯-১৩)

Share this:

More articles

হাদিস-বাইবেলে আলোকে দাজ্জাল ও মসীহ ঈসাঃ    ☢️লেখকঃ- হাবিব ইবনে সানোয়ার   কিয়ামতে সবচেয়ে বড় আলামত মসীহ এবং দাজ্জাল।নবি(স)বলেনঃ পৃথিবীতে যত নবি এসেছিলেন তারা সবাই তাদের উম্মতকে কানা ও মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় প্রদর্শন করেছেন।জেনে রাখো !!!সে হবে কানা তোমাদের প্রভু কানা নয় এবং দাজ্জালের দুচোখের মাঝখানে কাফের লেখা থাকবে।এই কাফের শব্দটি প্রত্যেক মুসলিম পড়তে পারবে।(আবু দাউদ হাঃ4267,4268)।।   আসুন নবি(স)এর এই কথা সত্যতা যাচাই করি প্রচলিত বিকৃত তৌরাত ও ইঞ্জিল তথা বাইবেলে আলোকেঃ ""দেখো কেউ যেন এই....
9 Min read
Read more
বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতাহু প্রিয় ভাই ও বোনেরা। আশা করি অবশ্যই সবাই মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার অশেষ রহমত ও দয়ায় ভালো এবং সুস্থ্য আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যা তথাকথিত নাস্তিকরা সহ অমুসলিম খ্রিস্টান মিশনারিদের একটা প্রধান অভিযোগ সম্পর্কে, আর সেটা হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ পাপী (নাঊযুবিল্লাহ মিনযালিক) হওয়ার বিষয়ে তারা কোরআনের বিশেষ কয়েকটি আয়াত পেশ করে ইসলামকে আক্রমণ করতে চায় বিশেষ করে ত্রিত্ববাদী খ্রিস্টান প....
23 Min read
Read more
আমাদের জীবনের কয়েকটি পর্যায়ক্রমিক ধাপ রয়েছে। এভাবে জীবন তার শেষ সময়ের দিকে গড়ায়। চিরন্তন এক বাস্তবতা তুলে ধরা হয়েছে একটি উপমার সৌন্দর্যের মাধ্যমে। এই আয়াতটা সূরা হাদিদের অন্তর্ভুক্ত। এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় মুসলিম সমাজকে কেন্দ্র করে। এমন অনেক মাদানি সূরা রয়েছে যার মূল আলোচ্য বিষয়টিতে সমগ্র মানবজাতিকে সম্বোধন করা হয়েছে। কারণ এই ধর্ম তথা ইসলামের আহ্বান সমগ্র মানবজাতির জন্য বিশেষ বার্তা। কিন্তু কুরআনে আবার এমন জায়গা রয়েছে, বিশেষ করে মদিনায় অবতীর্ণ কোন কোন সূরা, যেখানে আলোচ্য বিষয়ের মূল উদ্দেশ....
28 Min read
Read more
নবী ও সাহাবীদের যুগ থেকেই হাদিস তথা সুন্নাহ লেখা হত,হঠাৎ করে হাদিস অস্বীকারকারী একটি বাতিল ফেরকা আবির্ভাব হয়েছে আমাদের দেশে। যারা দাবী করছে হাদিস ২০০-২৫০ বছর পর লেখা হয়েছে এবং হাদিস যদি গুরুত্বপূর্ণ হত কুরআনের মত সাহাবীরা লেখত,সুতরাং হাদিস গুরুত্বপূর্ণ নয় হাদিস মানা যাবে না। তাদের এসব বিভ্রান্তির জবাব আমরা পূর্বেও দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা আজকের পোস্টে তুলে ধরব নবী ও ছাহাবীযুগেই হাদিস/সুন্নাহ লেখা হত এমন কিছু দৃষ্টান্ত ও গ্রন্থ সমূহ তুলে ধরা হবে। নবীযুগ এবং ছাহাবাযুগে [১১০ হিজরী] হাদীস সংক....
9 Min read
Read more
কুরআনের কিছু আয়াত দেখিয়ে নাস্তিকরা দাবী করে যে আল্লাহর ইচ্ছায় তারা পথভ্রষ্ট নাস্তিক হয়ে গেছে।যদিও তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না,তবুও নিজেদের কুকর্মের জন্য সৃষ্টিকর্তাকেই দায়ী করে।অনেক মুসলিমের মনেও এ নিয়ে বিভ্রান্তি তৈরী হয়।তারা মনে করে যে মানুষের স্বাধীন কোনো ইচ্ছা নেই।এই লেখায় তাদের ভ্রান্ত ধারণা খন্ডন করে সত্য উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। অভিযোগকৃত আয়াতগুলো নিম্নরূপ: مَنۡ  یَّشَاِ اللّٰہُ  یُضۡلِلۡہُ ؕ وَ مَنۡ یَّشَاۡ  یَجۡعَلۡہُ  عَلٰی  صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ–আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট....
15 Min read
Read more
Did a  goat/sheep really  eat  some verses of the Quran?    Translator:- Habib Ibnay Hussain   \________________________________/   Non-muslims &  Atheists almost complain  with sunan ibnay Mazah hadith that a goat ate some verses of the Quran.Thus claim that they questioned about archive of Quran.insallah we will solve this complain now.   Hadith-   حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، ....
11 Min read
Read more