Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ১://বিশ্বজগৎ সৃষ্টি:মহাবিস্ফোরণ The Big Bang"

কোরআনে বিজ্ঞান প্রযুক্তি পর্ব:১

আলোচনা:-"বিশ্বজগৎ সৃষ্টি:মহাবিস্ফোরণ The Big Bang"

\_________________________________/

জ্যোতির্বীদগণ (Astrophysicist) বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে সুনিপুণ ব্যাখ্যা করেছেন ব্যাপকভাবে গ্রহণীয় বিস্ময়কর ঘটনায় যা "মহাবিস্ফোরণ"-বা "Big Bang Theory "-নামে জনপ্রিয়ভাবে পরিচিত।বহুদশক ভাবে জ্যোতির্বীদ জ্যোতিপদার্থবিদগণ কতৃক সংগৃহীত পর্যবেক্ষণমূলক ও গবেষণামূলক তথ্য উপাত্ত দ্বারা এটা সমর্থিত।"মহাবিস্ফোরণ"-বা "Big Bang Theory"- তথ্য অনুযায়ী সমগ্র বিশ্বজগৎ প্রাথমিক বা আদি অবস্থায় একটি বিশাল পিন্ড/বস্তু (প্রাথমিক নীহারিকা বা Primary Nebulae)-আকারে বিদ্যমান ছিল। এরপরে সেখানে ঘটে এক মহাবিস্ফোরণ (মাধ্যমিক পৃথককরণ)।এরই ফলে গঠিত হয় অসংখ্য ছায়াপথ (Galaxies).অতঃপর এসব বহু খন্ডে বিভক্ত হয়ে গঠিত হয় নক্ষত্রপুঞ্জ,গ্রহপুঞ্জ,সূর্য,চন্দ্র ইত্যাদি।বিশ্বজগতের উৎপত্তি ছিল অন্যান্য।দৈবক্রমে এটা ঘটার সম্ভাবনা শূণ্য পর্যায়ে। বিশ্বজগতের সূচনা এবং উৎপত্তি সম্পর্কে মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআনে বলা হয়েছে সূরা আল আম্বিয়া (الأنبياء), আয়াত: ৩০

 

وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَٰهُمَا وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ أَفَلَا يُؤْمِنُونَ

 

অর্থঃ (যারা সত্য প্রত্যাখ্যান করে তারা) অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি [আল্লাহ্] পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?"

 

কোরআনের আয়াতও মহাবিস্ফোরণ বা "বিগ ব্যাঙ থিওরি "-এর মধ্যে এই যে বিস্ময়কর সাদৃশ্য তা কোন ভাবেই এড়ানো যাবে না। ১৪০০ বছর পূর্বে মরুময় আরবে প্রথম অভিভূর্ত একটি কিতাবে কিভাবে এরুপ একটি জ্ঞান গর্ভ বৈজ্ঞানিক সত্য কে ধারণ করতে পারল?এটা নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা প্রদত্ত মহিমান্বিত ঐশীগ্রন্থ।