Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

পর্ব ৫://সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে কোরআন কী বলে?

কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব:০৫

আলোচনা:-"সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্পর্কে কোরআন কী বলে?

\___________________________________/

১৯২৫ সালে এডউইন হাবল (Edwin Hubble) নামে এক আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী পর্যবেক্ষণমূলক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘোষণা করেন যে,ছায়াপথ গুলো পরস্পর পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ যার অর্থ হলো মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে। মহাবিশ্বের এই প্রসারণ আজ বৈজ্ঞানিক সত্য হিসেবে প্রতিষ্ঠিত। মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআনে মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে সর্বশক্তিমান ঈশ্বর মহান আল্লাহ্ সুবহানু ওয়াতা'আলা এরশাদ করেছেন সূরা আয-যারিয়াত (الذّاريات), আয়াত: ৪৭

 

وَٱلسَّمَآءَ بَنَيْنَٰهَا بِأَيْي۟دٍ وَإِنَّا لَمُوسِعُونَ

 

অর্থঃ আমি স্বীয় ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর মহাসম্প্রসারণকারী।"

 

এখানে আরবি শব্দ "মুসিউন"-সঠিক ভাবে অনুদিত হয়েছে "ইহাকে সম্প্রসারিতকরণ " ও "সম্প্রসারণকারী " হিসেবে এবং এটা "মহাবিশ্বের বিশালতার সম্প্রসারণ "-সৃষ্টি কে বোঝানো হয়েছে। 

সর্বশ্রেষ্ঠ জ্যোতিপদার্থবিদগণের মধ্যে থেকে অন্যতম শীর্ষ বিজ্ঞানী স্টেফিন হকিং (Stephen Hawking) তাঁর "সময়ের সংক্ষিপ্ত ইতিহাস"(A Brief History of Time) নামক পুস্তকে উল্লেখ করেছেন :-"মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে "-এ আবিষ্কারটি বিংশ শতাব্দীর মহান বুদ্ধিবৃত্তিক বিপ্লবগুলোর অন্যতম। পবিত্র কোরআনে মহাবিশ্বের এই সম্প্রসারণশীলতার উল্লেখ রয়েছে বহু বছর আগে থেকেই। এমনকি মানুষের টেলিস্কোপ তৈরির জ্ঞান আহরণের আগ থেকেই। 

 

কেউ কেউ হয়তো বলতে পারেন,কোরআনে জ্যোতির্বিজ্ঞানের সঠিক তথ্য ও ঘটনার উল্লেখ বিস্ময়কর কিছু নয়।কারণ তৎকালীন আরবগণ জ্যোতির্বীদ্যায় যথেষ্ট অগ্রগামী ছিলেন।তখন তারা জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে আরবদের এই অগ্রসরতার স্বীকৃতি দিয়ে সঠিক কাজই করেছেন। তবে আরবদের জ্যোতির্বীদ্যায় পারদর্শিতা অর্জনের বহু শতাব্দী আগেই যে কোরআন অবতীর্ণ হয়েছিল তারা সে সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন।অধিকন্তু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত সঠিক বৈজ্ঞানিক তথ্য ও ঘটনা যেমন মহাবিস্ফোরণ (The Big Bang) সহ মহাবিশ্বের সূচনা উৎপত্তি যা আগেই উল্লেখ করা হয়েছে, বিজ্ঞানের ক্ষেত্রে আরবগণ অগ্রসরতার শীর্ষে অবস্থান করা সত্ত্বেও এগুলো তারা মোটেই জানতো না।সুতরাং কোরআনে বর্ণিত এসব তথ্য ঘটনা জ্যোতির্বীদ্যায় আরবদের অগ্রগতির ফসল নয়।