Are you sure?

বিবিধ »  বই পর্যালোচনা

pdf সূরা ফাতিহা ও আমপারার তাফসীর

তাফসীর ( আরবি: تفسير ‎‎; অর্থঃ “ব্যাখ্যা”) হল একটি আরবী শব্দ, যা সাধারণত কুরআনের ব্যাখ্যাকে নির্দেশ করে। যিনি তাফসীর করেন বা তাফসীর গ্রন্থ রচনা করেন তিনি “মুফাসসির” হিসাবে পরিচিত।

মুফাসসিরে কেরামগণ একজন তাফসীরকারকের জন্য বেশকিছু যোগ্যতার বর্ণনা দিয়েছেন। সেগুলো হলো:

(১) আরবী ভাষার আভিধানিক জ্ঞান

(২) আরবী ব্যাকরণ সর্ম্পকিত জ্ঞান

(৩) ছরফ তথা বাক্য সরুপান্তরিত জ্ঞান

(৪) শব্দের অর্থগত জ্ঞান

(৫) বাক্যালংকার শাস্ত্র

(৬) ভাষার সৌন্দর্য জ্ঞান

(৭) শব্দনির্গত প্রাসঙ্গিক জ্ঞান

(৮) উচ্চারণ রীতি প্রাসঙ্গিক জ্ঞান

(৯) ধর্মের মৌলিক বিষয় সম্পর্কিত জ্ঞান

(১০) ফিকহ শাস্ত্রের জ্ঞান

(১১) ফিকহ শাস্ত্রের মূলনীতি সম্পর্কিত জ্ঞান

(১২) শানে নুযুল, প্রেক্ষাপট সম্পর্কিত জ্ঞান

(১৩) ইতিহাস ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান

(১৪) নাসেখ ও মানসুখ সম্পর্কিত জ্ঞান

(১৫) পবিত্র কোরআনে ব্যবহৃত বিরল শব্দাবলি সম্পর্কিত জ্ঞান

উপর্যুক্ত বিষয়সমূহ সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে, তাহলে সে ব্যক্তিকে কখনোই মুফাসসির হিসেবে গণ্য করা হবে না

আপলোডকৃত বই লিখেছেন মুরতাহিন বিল্লাহ জাসির ফাযলী। তিনি কুরআনের হিফয শেষে কামিল পাস করেছেন ও পেশাদার অনুবাদক।

আমপারার সূরাগুলো অধিক তিলাওয়াত করা হলেও অর্থ অনেকেই জানি না। তাই আমপারার তাফসীর জানা খুবই জরুরি।

সাইজ ৬৬ এমবি। use vpn

Download