Are you sure?

বিজ্ঞান »  ইসলাম ও বিজ্ঞান

হস্তমৈথুন নিয়ে কিছু ভুল ধারণা

১।  হস্তমৈথুন করলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়?

একজন অভিযোগ করেছেন, মুক্ত বাতাসের খোঁজে বইয়ে বলা হয়েছে, হস্তমৈথুন করলে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, যা অবৈজ্ঞানিক।
যদিও বইয়ে এমন কথা নেই। ৩২ পাতায় একজন ব্যক্তির অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে, যেখানে এমন কথার উল্লেখ পাওয়া যায়, যা বর্ণনাকারীর একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমার ক্ষুদ্র অনুসন্ধানে আমি নির্ভরযোগ্য উৎসে একই অভিজ্ঞতার উল্লেখ পেয়েছি। যেমনঃ ২০১১ সালে রোগীরা উল্লেখ করেছে এবং গবেষকরা বিষয়টি সিরিয়াসলি উল্লেখও করেছেন।
Those masturbating gradually began to have a poor sight. Studies showed that most persons accustomed to masturbating felt dizzy, felt a pain in their eyes and eventually their eyesight got dim [i]
সুতরাং রোগীর অভিযোগ উল্লেখ করায় আমি লস্ট মডেস্টি-র কোন অপরাধ দেখছি না।

২। অভিযোগঃ হস্তমৈথুনের ফলে ইরেক্টাইল ডিস্ফাংশন হয় না.

আসলে অনেক দিন হস্তমৈথুন করলে এমন হয় বলেই আমার মনে হয়। আমি বেশ কিছু গবেষণার উল্লেখ করছি, যেগুলো politically corrected & every words is carefully chosen. কিন্তু সতর্ক পাঠকের পক্ষে খুব সহজেই সনাক্ত করা সম্ভব।
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1111/j.1743-6109.2006.00305.x
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8761237/
https://link.springer.com/article/10.1007/s12020-014-0520-7
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8461095/
https://link.springer.com/article/10.1007/s10508-009-9574-7
https://link.springer.com/article/10.1007/s10508-011-9812-7
https://www.jsm.jsexmed.org/article/S1743-6095(16)00582-8/fulltext#relatedArticles
 
উল্লেখ্য এই লিংকগুলোতে স্পার্ম কাউন্ট কমে যাবার কথাও উল্লেখ আছে।

৩। অভিযোগ- ক্যানসার রোধে হস্তমৈথুন

এই বিষয়ে বইয়ের ৩৮ পাতায় যথেষ্ট আলোচনা আছে। অভিযোগকারী সম্ভবত মাল্টি ট্রিলিয়ন ডলার পর্ন ইন্ডাস্ট্রি ফান্ডেড মিডিয়ার কথা বলছেন, যেখানে স্বাভাবিকভাবেই এমন ফলাফল পাওয়া যাবে না। 
৭ টি গবেষনা পর্যালোচনা করার পর 2016 সালে Do We Have a Verdict? শিরোনামের রিপোর্ট অনুযায়ী, হস্তমৈথুন প্রোস্টেস্ট ক্যান্সার রোধ করবে বলে কোন প্রমাণ নেই।
No direct cause-effect relations were noted in the seven sample articles reporting a protective relation between masturbation and PCa [ii]
 
i Shekarey, A., Rostami, M., Mazdai, K. and Mohammadi, A., 2011. Masturbation: Prevention&amp; Treatment. Procedia - Social and Behavioral Sciences, [online] 30, p.1644. Available at: <https://doi.org/10.1016/j.sbspro.2011.10.318> [Accessed 13 July 2022].
ii aboul-Enein, B. H., Bernstein, J., & Ross, M. W. (2016). Evidence for Masturbation and Prostate Cancer Risk: Do We Have a Verdict? Sexual Medicine Reviews, 4(3), 229–234. doi:10.1016/j.sxmr.2016.02.006