Are you sure?

তুলনামূলক ধর্মতত্ব »  শিয়া মতবাদ

রাফিযী শিয়ারা মিষ্টান্ন হতে সৃষ্ট।

বিষয় : রাফিযী শিয়ারা মিষ্টান্ন হতে সৃষ্ট।
লেখক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী 

রাফিযী শিয়া মুহাদ্দিস 'মুহাম্মাদ বিন ইয়াক্বুব আল-কুলাইনী' কর্তৃক রচিত "আল-কাফী"(6/321) গ্রন্থে বর্ণিত হয়েছে যে,  

عدة من أصحابنا، عن سهل بن زياد، عن أحمد بن هارون بن موفق المديني ، عن أبيه قال: بعث إلي الماضي عليه السلام يوما فأكلت عنده وأكثر من الحلواء فقلت: ما أكثر هذه الحلواء؟ فقال عليه السلام: إنا وشيعتنا خلقنا من الحلاوة فنحن نحب الحلواء 

অনুবাদ : - 
 
তিনি (রাবী) বলেছেন যে : আমার নিকট একদিন আল-মাদ্বী (আঃ) কে প্রেরণ করা হয়েছিল, ফলে আমি তাঁর সঙ্গে খেয়েছিলাম। তিনি বেশি করে মিষ্টান্ন নিয়েছিলেন, তাই আমি (তাঁকে উদ্দেশ্য করে) বলেছিলাম যে : এসব মিষ্টান্ন এত বেশি করে নেওয়ার কারণ কী? জবাবে তিনি (আঃ) বলেছিলেন যে : নিশ্চয়ই আমরা এবং আমাদের শিয়াহ (অনুসারীবৃন্দ) মিষ্টান্ন হতে সৃষ্ট, সুতরাং আমরা মিষ্টান্ন পছন্দ করি।  

প্রাসঙ্গিক আলোচনা : 

রাফিযী শিয়াদের একাংশের (অর্থাৎ আখবারীদের) মতে আল-কাফী গ্রন্থে বিদ্যমান সকল হাদিসই নির্ভরযোগ্য এবং অন্য একাংশের (অর্থাৎ উসূলীদের) মতে আল-কাফী গ্রন্থে বিদ্যমান হাদিসগুলোর মধ্যে কিছু নির্ভরযোগ্য এবং কিছু অনির্ভরযোগ্য। আখবারীরা উপর্যুক্ত হাদিসটিকে নির্ভরযোগ্য মনে করে এবং বিশ্বাস করে, পক্ষান্তরে উসূলীরা উপর্যুক্ত হাদিসটিকে অনির্ভরযোগ্য মনে করে এবং অবিশ্বাস করে।