Are you sure?

তুলনামূলক ধর্মতত্ব »  বিবিধ

খ্রিস্টানধর্মে নারী অধিকার

ক্যাথলিক বাইবেলের Sirach বইটি পড়ুন লিংক থেকে- http://www.usccb.org/bible/sirach/42

কন্যা সন্তান জন্ম দেয়া ক্ষতি: 

কৃপণ ব্যক্তি তার পিতার অসম্মানকারী, যিনি তাকে জন্ম দিয়েছিলেন; আর তার ক্ষতিতে একটি [মূর্খ] কন্যা জন্মগ্রহণ করে। [𝐒𝐢𝐫𝐚𝐜𝐡 𝟐𝟐:𝟑]

নারীকে কথা বলতে দিয়ো না এবং তালাক দাও:

পানিকে বেরোনোর পথ দিও না; দুষ্ট নারীকেও বাইরে ঘুরার স্বাধীনতা দিও না। তুমি যা ইচ্ছা সেভাবে যদি না চলে তবে, তোমার দেহ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও এবং তাকে একটা তালাক নামা দাও, চলে যাক।[𝙎𝙞𝙧𝙖𝙘𝙝 25:25-26]

নারী কতই না ঘৃণ্য:

𝘼 𝙨𝙝𝙖𝙢𝙚𝙡𝙚𝙨𝙨 𝙬𝙤𝙢𝙖𝙣 𝙬𝙞𝙡𝙡 𝙗𝙚 𝙘𝙤𝙪𝙣𝙩𝙚𝙙 𝙖𝙨 𝙖 𝙙𝙤𝙜; 𝙗𝙪𝙩 𝙨𝙝𝙚 𝙬𝙝𝙤 𝙞𝙨 𝙨𝙝𝙖𝙢𝙚𝙛𝙖𝙘𝙚𝙙 𝙬𝙞𝙡𝙡 𝙛𝙚𝙖𝙧 𝙩𝙝𝙚 𝙇𝙤𝙧𝙙. [𝐒𝐢𝐫𝐚𝐜𝐡 𝟐𝟔:𝟐𝟓]

25.নির্লজ্জ মহিলা কুকুর হিসাবে গণ্য হবে; কিন্তু যে লজ্জিত সে প্রভুকে ভয় করবে।

নারীর বেশ্যাগিরি তার চোখের দৃষ্টি থেকে জানা যায়:

9. একজন নারীর বেশ্যাগিরি তার উদ্ধত দৃষ্টি এবং চোখের পাতা থেকে জানা যায়। [𝐒𝐢𝐫𝐚𝐜𝐡 𝟐𝟔:𝟗]

নারীর ধূর্ততা ভয়ংকরতম:

আমাকে দাও যেকোন ক্ষত কিন্তু ঋদয়ের ক্ষত নয়; যেকোন মন্দতা/ধূর্ততা কিন্তু নারীর মন্দতা/ধূর্ততা নয়। [𝙎𝙞𝙧𝙖𝙘𝙝 25:13]

নারী জন্মগতভাবে অপরাধী এবং নারীর কারণেই পাপ ও মৃত্যু:

24. মহিলার মধ্যেই পাপের সূচনা হয়েছিল এবং তার মাধ্যমে আমরা সকলেই মারা যাই। [𝙎𝙞𝙧𝙖𝙘𝙝 25:24]

কন্যা সন্তান সকল দুশ্চিন্তা ও লজ্জার কারণ:

9. নারীরা শত্রুদের হাসি খুশি রাখবে (দুশ্চিন্তা বিষয়)

10.নারীরা জনসমাবেসে আপনাকে উপহাস করবে।(লজ্জার বিষয়)

11. নারীরা লজ্জা ও বিদ্রুপ ঘটায়। 

[𝐒𝐢𝐫𝐚𝐜𝐡 𝟒𝟐:𝟗-𝟭𝟭]

নারীদের শিক্ষা:

35. স্ত্রীলোকেরা যদি কিছু শিখতে চায় তবে তারা ঘরে নিজেদের স্বামীদের কাছে তা জিজ্ঞেস করুক, কারণ সমাবেশে কথা বলা স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয়৷ [𝐂𝐨𝐫𝐢𝐧𝐭𝐡𝐢𝐚𝐧𝐬 𝟏𝟒:𝟑𝟓]

ঈশ্বরের নির্দেশে নারীদের ধর্ষণ করা হবে এবং ধর্ষিতাদের সন্তানদের পিটিয়ে হত্যা করা হবে:

তাদের বাড়িগুলি লুণ্ঠিত হবে। তাদের স্ত্রীরা ধর্ষিত হবে। আর তাদের চোখের সামনেই তাদের ছোট ছোট ছেলেমেয়েদের পিটিযে পিটিযে হত্যা করা হবে। ঈশ্বর বললেন, “দেখ আমি মাদীয়দের সেনা দ্বারা বাবিলকে আক্রমণ করাব। রূপো ও সোনা দেওয়া হলেও মাদীয়র সেনারা লড়াই থামাবে না। তীরন্দাজরা যুবকদের হত্যা করবে। শিশুদের তারা ক্ষমা করবে না। তারা ছোট ছোট ছেলেমেয়েদের প্রতিও করুণা করবে না। (Isaiah ১৩:১৬-১৮). 

কুমারী মেয়েদের নিজেদের জন্য রেখে শিশু-সহ সবাইকে হত্যা করতে হবে:

17. এখন সমস্ত মিদিয়নীয় ছেলেদের হত্যা করো| সমস্ত মিদিয়নীয় স্ত্রীলোকদের হত্যা করো যাদের কোনো না কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক ছিল| তুমি সমস্ত যুবতী মেয়েদের বাঁচতে দিতে পারো| কিন্তু কেবল তখনই যদি তাদের সঙ্গে কোনো পুরুষের য়ৌন সম্পর্ক না থেকে থাকে| (𝙉𝙪𝙢𝙗𝙚𝙧𝙨 31:17-18)

নারীদের কোন সামাজিক অধিকার নেই:

স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয় নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছিল৷ কারণ স্ত্রীলোক থেকে পুরুষের সৃষ্টি হয় নি; কিন্তু পুরুষ থেকেই স্ত্রীলোক এসেছে৷ [1𝘾𝙤𝙧𝙞𝙣𝙩𝙝𝙞𝙖𝙣𝙨 11: 8 -9]

নারীরা সব সিদ্ধান্তে নিরব থাকবে, কোন কথা বলতে পারবে না:

নারীরা সম্পূর্ণ বশ্যতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক৷ আমি কোন নারীকে শিক্ষা দিতে অথবা কোন পুরুষের ওপরে কর্তৃত্ত্ব করতে দিই না; বরং নারী লনীরব থাকুক৷ [1 𝑻𝒊𝒎𝒐𝒕𝒉𝒚 2- 11-12]

নারীদের মাথার চুল ছোট করা নিষেধ:

বর্তমান, আমেরিকা ও ইউরোপের নারীরা কি এই নিয়ম মেনে চলে?

15. কিন্তু স্ত্রীলোকের লম্বা চুল তার গৌরবের বিষয় কারণ সেই লম্বা চুল তার মাথা ঢেকে রাখার জন্য তাকে দেওয়া হয়েছে৷ [1 𝘾𝙤𝙧𝙞𝙣𝙩𝙝𝙞𝙖𝙣𝙨 11:15]

মেয়ে সন্তান প্রসব করা পাপ:

5. কিন্তু যদি স্ত্রীলোকটি এক শিশুকন্যার জন্ম দেয়, তাহলে তার মাসিক সমযের রক্তপাতের মতই দু সপ্তাহ ধরে সে অশুচি থাকবে| তার রক্তক্ষয থেকে 66 দিন পর্য়ন্ত কাটিযে সে শুচি হবে| [𝙇𝙚𝙫𝙞𝙩𝙞𝙘𝙪𝙨 12:5]

 শত্রু জাতির সুন্দরী নারীদের স্ত্রী বানানো:

“তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে প্রভু তোমাদের ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো| বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে গেলে, তোমাদের স্ত্রী হিসেবে তোমরা তাদের চাইতে পারো। [𝘿𝙚𝙪𝙩𝙚𝙧𝙤𝙣𝙤𝙢𝙮 21: 10-11]

পরিবার হত্যা করে কুমারী মেয়েদের স্ত্রী বানানো:

বনী ইস্রাইল ১২ গোষ্ঠীর মধ্যে বিনইয়ামীন গোষ্ঠী একটি। ১১ গোষ্ঠীর লোকেরা কসম খেলেন,তারা বিনইয়ামীন গোষ্ঠীর কারো কাছে তাদের কন্যাকে বিবাহ দেবেন না! এতে বিনইয়ামীন গোষ্ঠী চিন্তিত হয়ে পড়ল, কোন গোষ্ঠীই যদি তাদের কন্যা না দেয়,তবে তারা বিবাহ করতে পারবে না। এতে বিনইয়ামীন গোষ্ঠী তাদের গোষ্ঠীর বংশ বিস্তার করতে বাকি ১১ গোষ্ঠীর কয়েক হাজার মানুষ হত্যা করে তাদের মেয়েদের লুট করে ও জোর করে বিবাহ করে। [𝗝𝘂𝗱𝗴𝗲𝘀 𝟮𝟭: 𝟭-𝟵]

যুদ্ধে নারীদের ধর্ষনের সুবিধা ও বিবাহের কৌশল:

বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো| তখন তাকে তোমার বাড়ীতে নিয়ে আসবে| সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে| সে য়ে জামাকাপড়গুলি পরে আছে যার থেকে বোঝা যায় য়ে সে যুদ্ধে বন্দীনী ছিল, সেগুলি সে অবশ্যই খুলে ফেলবে| সে অবশ্যই পুরো এক মাস তোমার বাড়ীতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলাপ করবে| এরপর তুমি তার কাছে য়েতে পার এবং তার স্বামী হতে পার| সে তোমার স্ত্রী হবে| যদি তুমি তার সঙ্গে সুখী না হও, তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে য়েতে দেবে| তুমি তাকে বিক্রি করতে পারবে না| তুমি কখনই তার সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করবে না কারণ তার সঙ্গে তোমার য়ৌন সম্পর্ক ছিল| [𝘿𝙚𝙪𝙩𝙚𝙧𝙤𝙣𝙤𝙢𝙮 21: 11-14]

ব্যভিচারী নারীদের সন্তান্দদেরও হত্যা করা হবে:

আমি তাকে মন ফেরাবার জন্য সময় দিয়েছিলাম; কিন্তু সে তার ব্যভিচারের জন্য অনুতাপ করতে চায় না৷ আমি তার সন্তানদের ওপর মহামারী এনে তাদের মেরে ফেলব ৷ (पপ্রত্যাদেশ 2: 21-23)

নারীদের বিবাহ:

বাইবেলে বিবাহের স্ববিরোধী বক্তব্য পেশ করা হয়েছে। যেমন: ‘অতএব যে আপন কুমারী কন্যা বিবাহ দেয়, সে ভাল করে; এবং যে না দেয় সে আরো ভাল করে।’ [𝐂𝐨𝐫𝐢𝐧𝐭𝐡𝐢𝐚𝐧𝐬 𝟕:𝟑𝟖]

নারীদের বিক্রি করে দেয়া:

কন্যা হিসেবে বাইবেল কন্যাকে দাসীরূপে বিক্রি করতে পারে, উল্লেখ রয়েছে: আর কেহ যদি আপন কন্যাকে দাসীরূপে বিক্রয় করে’। [𝙀𝙭𝙤𝙙𝙪𝙨 21:7]

পুত্র সন্তান বেচেঁ থাকলে নারীরা কোন সম্পত্তি পাবে না:

8. “সুতরাং ইস্রায়েলের লোকদের জন্য এটিকে বিধি করে নাও| ‘যদি কোন ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে এবং সে মারা যায়, তাহলে তার যা কিছু আছে সে সব কিছুই তার মেয়েকে দেওয়া হবে| [𝙉𝙪𝙢𝙗𝙚𝙧 27:8]

নারী হচ্ছে ফাঁদ, নারী হতে সাবধান:

26. আমি আরো দেখেছিলাম য়ে নারী হল ভয়ঙ্কর এক ফাঁদের মতো, তাদের হৃদয় জালের মতো ও বাহু শিকলের মতো| এই রকম নারীর ফাঁদে পড়ার চেয়ে মৃত্যুও শ্রেয়| য়ে ঈশ্বরকে অনুসরণ করে সে এদের থেকে দূরে থাকবে| কিন্তু এক জন পাপী এদের হাতে ধরা পড়বে| [𝙀𝙘𝙘𝙡𝙚𝙨𝙞𝙖𝙨𝙩𝙚𝙨 7:26]

তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা ব্যভিচারের সামিল অর্থাৎ তালাকপ্রাপ্তা নারী পুনরায় বিয়ে করতে পারবে না:

 যীশু তাদের বললেন, ‘কেউ যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে তবে সে তার বিরুদ্ধে ব্যভিচার করে৷ যদি সেই স্ত্রীলোকটি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে সেও ব্যভিচার করে৷’[𝙈𝙖𝙧𝙠 10:11-12)]

 

এই ছিল বাইবেল অনুযায়ী নারীদের অধিকার। কোন ধর্মেরই আমরা খারাপ দিকগুলো এভাবে প্রচার করতে চায় না। কিন্তু খ্রিস্টান মিশনারীরা আমাদের বাধ্য করছে এভাবে লিখতে।