Are you sure?

বিবিধ »  ইসলাম বিদ্বেষীদের অপনোদন

দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা প্রসঙ্গে।


বিষয় : দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা প্রসঙ্গে।
লেখক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী। 

দাস-দাসী সম্পর্কে মুহাম্মাদ ﷺ বলেছেন যে,  

فمن لم يلائمكم فبيعوه، ولا تعذبوا خلق الله_[1][2] 

অর্থ : যারা (যেসব দাস-দাসীরা) তোমাদের (মনিবদের) অনুকূলে থাকবেনা তাদেরকে বিক্রি করে দাও, এবং আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিবেনা।  

ধরা যাক যে, একজন মনিব তার অধিনস্থ একজন দাসীর সহিত সহবাস করতে আসল, কিন্ত দাসীটি তার উক্ত মনিবের সহিত সহবাস করতে চায়না, ফলে, দাসীটি বল প্রয়োগের দ্বারা বাধা প্রদান করে উক্ত মনিবকে তার সহিত সহবাস করা হতে বিরত রাখার চেষ্টা করতে থাকল। 

মুহাম্মাদ ﷺ এর নির্দেশ অনুযায়ী, এক্ষেত্রে উক্ত মনিবের জন্য করণীয় হচ্ছে এই যে, সে তার উক্ত দাসীটিকে বিক্রি করে দিবে এবং উক্ত দাসীটিকে কষ্ট দেওয়া হতে বিরত থাকবে। 

আবু-আব্দিল্লাহ আল-হালিমী বলেছেন যে, _[3]  

و ان اشتری جارية فكرهت أن يمسها أو يضاجعها فلا يمسها ولا يضاجعها ولا يطأها إلا بإذنها  

অর্থ : যদি একজন ব্যক্তি একটি দাসী ক্রয় করে এবং দাসীটি উক্ত ব্যক্তিটির দ্বারা স্পর্শকৃত হওয়া অথবা উক্ত ব্যক্তিটির সহিত একত্রে শয়ন করা অপছন্দ করে তাহলে উক্ত ব্যক্তিটি উক্ত দাসীটিকে স্পর্শ করবেনা, উক্ত দাসীটির সহিত একত্রে শয়ন করবেনা, এবং উক্ত দাসীটির সহিত সহবাস করবেনা, যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। 

টীকাসমূহ :  

[1] 
سنن أبي داود (دار الرسالة العالمية ، الجزء السابع ، صفحة 466 ، التعليق : 1) 

[2] 
صحيح الترغيب و الترهيب لناصر الدين الألباني (مكتبة المعارف ، الجزء الثاني ،صفحة 561) 

[3] 
المنهاج في شعب الإيمان لأبي عبد الله الحليمي (دار الفكر ، الجزء الثالث ، صفحة 267)