ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স আসলে কত?, লেখক : ইবনু হাযম (রহ)।
বিষয় : ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স আসলে কত?, লেখক : ইবনু হাযম (রহ)।
লেখক : আল-ইমাম আবু-মুহাম্মদ ইবনু হাযম আয-যাহিরী (রহ)
অনুবাদক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী
(আল-হাফিয আল-মুহাদ্দিস আল-মুহাক্কিক আল-ইমাম আবু-মুহাম্মদ আলি বিন আহমদ বিন সাঈদ ইবনু হাযম আল-আন্দালুসী আল-কুরতুবী আয-যাহিরী রহিমাহুল্লাহু তায়ালা কর্তৃক রচিত গ্রন্থ "আল-ফাসলু ফিল-মিলালি ওয়াল-আহওয়া ওয়ান নাহল" হতে প্রাসঙ্গিক অংশটুকু নিম্নে উল্লেখ্য করা হলো ) ;
…… ইতিহাসশাস্ত্র সম্পর্কে মানুষদের মাঝে মতপার্থক্য বিদ্যমান। ইয়াহুদিদের মতে, দুনিয়ার বয়স হচ্ছে চার হাজার বছরের চেয়ে একটু বেশি। এবং খ্রিষ্টানদের মতে, দুনিয়ার বয়স হচ্ছে পাঁচ হাজার বছর। পক্ষান্তরে আমরা মুসলিমরা এব্যাপারে কোনো নির্দিষ্ট সংখ্যার উপর নিশ্চিত নই ; যারা এব্যাপারে দাবি করেছে যে তা সাত হাজার বছর কিংবা তারচেয়ে কম বা বেশি, তারা এক্ষেত্রে মিথ্যা (ভুল,বাস্তবতাবিরোধী কথা) বলেছে এবং এমন এক কথা বলেছে যার পক্ষে রাসুল (সা) হতে একটা শব্দও সহিহভাবে প্রমাণিত নয়, উলটো রাসুল (সা) হতে এই দাবির বিরোধী জিনিস সহিহভাবে প্রমাণিত আছে। বরং আমরা মুসলিমরা নিশ্চয়তার সহিত এই বিশ্বাস রাখি যে পৃথিবীর বয়সটা এমন একটা বিষয় যা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেওই জানেনা।
আল্লাহ তায়ালা বলেছেন : "এবং আমি (আল্লাহ) তাদেরকে আসমান-যমিন ও তাদের নফসসমূহের সৃষ্টিপ্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী করিনি"।রাসুলুল্লাহ (সা) এর হাদিস "একটি কালো ষাঁড়ের দেহের সাদা চুল অথবা একটি সাদা ষাঁড়ের দেহের কালো চুল যেমন (সামান্য), তোমাদের পুর্বে গত হয়া উম্মতদের মাঝে (তুলনামুলকভাবে) তোমরা ঠিক তেমনই সামান্য।" উল্লেখ্য যে, এই হাদিসটি তাঁর (সা) নিকট হতে ছাবিত (সহিহ সনদে প্রমাণিত)।
এবং তিনি (সা) সত্য ব্যাতিত আর অন্যকিছুই বলেন না, বাতিলের অন্তর্ভুক্ত কোনোকিছুর প্রতি কখনো সদয় হন না।এই উপমাটিতে গভীর চিন্তার বিষয় বিদ্যমান, এরদ্বারা ইসলামের অনুসারীদের সংখ্যার পরিমাণের তুলনামুলক ধারনা পাওয়া যায়, এবং পুরো পৃথিবীতে মুসলিমদের হাতে যা ছিলো বা আছে তার তুলনামুলক হার সম্পর্কে ধারনা পাওয়া যায়, এবং পৃথিবীর বয়স এতটাই বেশি যে সৃষ্টিকর্তা আল্লাহ ব্যাতিত আর কেওই এর (পৃথিবীর বয়সের) হিসাব দেখাতে পরবেন না, এই ধারনাও পাওয়া যায়।
…… আমি (ইবনু হাযম) আল-আমির আবু-মুহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুর-রহমান বিন আন-নাসিরী (রহ) এর একটি লেখাতে দেখেছি যে তিনি বলেছেন যে আমাকে মুহাম্মদ বিন মুয়াবিয়াহ আল-কুরেশী বর্ণনা করেছেন যে তিনি ভারতে এমন একটি স্থাপনা দেখেছেন যেটার বয়স ৭২ হাজার বছর। এবং মাহমুদ বিন সুবুক্তিগিন ভারতে এমন একটি শহর খুজে পেয়েছেন যেটার বয়স ৪০০ হাজার বছর বলা হয়ে থাকে।
……
উৎস : আল-ফাসলু ফিল-মিলাল ওয়াল আহওয়াই ওয়ান নাহল (2/84-85)
--------