ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স আসলে কত?, লেখক : ইবনু হাযম (রহ)।

 

বিষয় : ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স আসলে কত?, লেখক : ইবনু হাযম (রহ)। 

 

লেখক : আল-ইমাম আবু-মুহাম্মদ ইবনু হাযম আয-যাহিরী (রহ) 

 

অনুবাদক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী

 

(আল-হাফিয আল-মুহাদ্দিস আল-মুহাক্কিক আল-ইমাম আবু-মুহাম্মদ আলি বিন আহমদ বিন সাঈদ ইবনু হাযম আল-আন্দালুসী আল-কুরতুবী আয-যাহিরী রহিমাহুল্লাহু তায়ালা কর্তৃক রচিত গ্রন্থ "আল-ফাসলু ফিল-মিলালি ওয়াল-আহওয়া ওয়ান নাহল" হতে প্রাসঙ্গিক অংশটুকু নিম্নে উল্লেখ্য করা হলো ) ; 

 

 

…… ইতিহাসশাস্ত্র সম্পর্কে মানুষদের মাঝে মতপার্থক্য বিদ্যমান। ইয়াহুদিদের মতে, দুনিয়ার বয়স হচ্ছে চার হাজার বছরের চেয়ে একটু বেশি। এবং খ্রিষ্টানদের মতে, দুনিয়ার বয়স হচ্ছে পাঁচ হাজার বছর। পক্ষান্তরে আমরা মুসলিমরা এব্যাপারে কোনো নির্দিষ্ট সংখ্যার উপর নিশ্চিত নই ; যারা এব্যাপারে দাবি করেছে যে তা সাত হাজার বছর কিংবা তারচেয়ে কম বা বেশি, তারা এক্ষেত্রে মিথ্যা (ভুল,বাস্তবতাবিরোধী কথা) বলেছে এবং এমন এক কথা বলেছে যার পক্ষে রাসুল (সা) হতে একটা শব্দও সহিহভাবে প্রমাণিত নয়, উলটো রাসুল (সা) হতে এই দাবির বিরোধী জিনিস সহিহভাবে প্রমাণিত আছে। বরং আমরা মুসলিমরা নিশ্চয়তার সহিত এই বিশ্বাস রাখি যে পৃথিবীর বয়সটা এমন একটা বিষয় যা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেওই জানেনা। 

 

আল্লাহ তায়ালা বলেছেন : "এবং আমি (আল্লাহ) তাদেরকে আসমান-যমিন ও তাদের নফসসমূহের সৃষ্টিপ্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী করিনি"।রাসুলুল্লাহ (সা) এর হাদিস "একটি কালো ষাঁড়ের দেহের সাদা চুল অথবা একটি সাদা ষাঁড়ের দেহের কালো চুল যেমন (সামান্য), তোমাদের পুর্বে গত হয়া উম্মতদের মাঝে (তুলনামুলকভাবে) তোমরা ঠিক তেমনই সামান্য।" উল্লেখ্য যে, এই হাদিসটি তাঁর (সা)  নিকট হতে ছাবিত (সহিহ সনদে প্রমাণিত)।

এবং তিনি (সা) সত্য ব্যাতিত আর অন্যকিছুই বলেন না, বাতিলের অন্তর্ভুক্ত কোনোকিছুর প্রতি কখনো সদয় হন না।এই উপমাটিতে গভীর চিন্তার বিষয় বিদ্যমান, এরদ্বারা ইসলামের অনুসারীদের সংখ্যার পরিমাণের তুলনামুলক ধারনা পাওয়া যায়, এবং পুরো পৃথিবীতে মুসলিমদের হাতে যা ছিলো বা আছে তার তুলনামুলক হার সম্পর্কে ধারনা পাওয়া যায়, এবং পৃথিবীর বয়স এতটাই বেশি যে সৃষ্টিকর্তা আল্লাহ ব্যাতিত আর কেওই এর (পৃথিবীর বয়সের) হিসাব দেখাতে পরবেন না, এই ধারনাও পাওয়া যায়। 

 

…… আমি (ইবনু হাযম) আল-আমির আবু-মুহাম্মদ আব্দুল্লাহ বিন আব্দুর-রহমান বিন আন-নাসিরী (রহ) এর একটি লেখাতে দেখেছি যে তিনি বলেছেন যে আমাকে মুহাম্মদ বিন মুয়াবিয়াহ আল-কুরেশী বর্ণনা করেছেন যে তিনি ভারতে এমন একটি স্থাপনা দেখেছেন যেটার বয়স ৭২ হাজার বছর। এবং মাহমুদ বিন সুবুক্তিগিন ভারতে এমন একটি শহর খুজে পেয়েছেন যেটার বয়স ৪০০ হাজার বছর বলা হয়ে থাকে। 

 

…… 

 

 

উৎস : আল-ফাসলু ফিল-মিলাল ওয়াল আহওয়াই ওয়ান নাহল (2/84-85)

  

 

-------- 

 

Share this:

More articles

🖋️লেখক:- Nebuda Khan   ◼️নাস্তিক প্রশ্নঃ কুরআনের উত্তরাধিকার সম্পত্তি বণ্টনে কেনো এমন ভুল থাকবে (কুরআন ৪:১১-১২)? একজন সৃষ্টিকর্তার পক্ষে কি মানুষের মত কোনরূপ ভুল হওয়া আদৌ সম্ভব? স্ত্রীঃ ১/৮ = ৩/২৪; কন্যাঃ ২/৩ = ১৬/২৪; পিতাঃ ১/৬ = ৪/২৪; মাতাঃ  ১/৬ =  ৪/২৪;   মোট=২৭/২৪  = ১.১২৫ (যা ১ এর চেয়েও বেশি)   ➡ জবাব:-   ◼️কুরআনে আসলে কি বলা হয়েছে?   => সূরা নিসার ১১ নাম্বার আয়াতে বলা হয়েছে কেবল ২ বা ততোধিক কন্যা থাকলে তারা পাবে মোট সম্পত্তির ২/৩ অংশ।আর মৃত ব্যাক্তির পিতা-মাতা প্রত্যেকে পাবে ১/৬ অংশ করে। ....
7 Min read
Read more
◾মহানবী মুহাম্মদ সা: তার ৬৩ বছর ৪ দিনের জীবনে মোট ১১টি বিবাহ করেন। রাসূল (সা.) এর ১১ জন স্ত্রীদের মধ্যে দশ জনই ছিলেন হয় বিধবা না হয় তালাক প্রাপ্তা। যথাক্রমে, ◾খাদিজা (রা:)। ◾সওদা বিনতে জামআ (রা:)। ◾আয়েশা বিনতে আবু বকর (রা:)। ◾হাফসা বিনতে ওমর (রা:)। ◾যয়নব বিনতে খোযায়মা (রা:)। ◾উম্মে সালমা হিন্দ বিনতে আবু উমাইয়া (রা:)। ◾যয়নব বিনতে জাহাশ ইবনে রিয়াব (রা:)। ◾যুয়াইরিয়া বিনতে হারেস (রা:)। ◾উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা:)। ◾সাফিয়া বিনতে হুয়াই (রা:)। ◾মায়মুনা বিনতে হারেস (রা:)।  ◾খাদিজা (রা:) - মদি....
20 Min read
Read more
"সূর্যের আরশের নিচে সেজদাহ করা" সক্রান্ত বেশকিছু হাদিস বিভিন্ন ধরনের শব্দ ও বাক্যে বিভিন্ন গ্রন্থে বর্নিত হয়েছে। এসবের মধ্য হতে সবচেয়ে বিশুদ্ধতর দুইটি বর্ননা হলো বুখারি ও মুসলিমের বর্ননাগুলো। ইমাম বুখারি, সুলাইমান আল-আ'মাশ হতে বর্ননা করেছেন: عن أبي ذر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لأبي ذر حين غربت الشمس أتدري أين تذهب قلت الله ورسوله أعلم قال فإنها تذهب حتى تسجد تحت العرش فتستأذن فيؤذن لها ويوشك أن تسجد فلا يقبل منها وتستأذن فلا يؤذن لها يقال لها ارجعي من حيث جئت فتطلع من مغربها....
10 Min read
Read more
Falsifiability ধারণার প্রবক্তা কার্ল পপার বলেছেন যে, বিবর্তন তত্ত্ব পরীক্ষণযোগ্য ফ্যাক্ট না, বরং অধিবিদ্যা গবেষণা কার্যক্রম। উইলিয়াম ডেম্বস্কি লিখেছেন, falsifying Darwinism seems effectively impossible. কিন্তু কেন? কারণ বিবর্তন তত্ত্ব একটা প্যাকেজ তত্ত্ব, এর আরও অনেক অনুমান আছে। যখনই কোন প্রমাণ বিবর্তনের বিরুদ্ধে যায়, তখনই কোন না কোন অনুমান সেই আঘাত সহ্য করে নেয়। আর বিবর্তন তত্ত্ব সুরক্ষিত থেকে যায়। যখনই কোন ফসিল 'older than previously thought' প্রমাণিত হয়, তারা বলবে যে, "পূর্বের ক্ল্যাডোগ্রামে....
3 Min read
Read more
কুরআনের কিছু আয়াত দেখিয়ে নাস্তিকরা দাবী করে যে আল্লাহর ইচ্ছায় তারা পথভ্রষ্ট নাস্তিক হয়ে গেছে।যদিও তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না,তবুও নিজেদের কুকর্মের জন্য সৃষ্টিকর্তাকেই দায়ী করে।অনেক মুসলিমের মনেও এ নিয়ে বিভ্রান্তি তৈরী হয়।তারা মনে করে যে মানুষের স্বাধীন কোনো ইচ্ছা নেই।এই লেখায় তাদের ভ্রান্ত ধারণা খন্ডন করে সত্য উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। অভিযোগকৃত আয়াতগুলো নিম্নরূপ: مَنۡ  یَّشَاِ اللّٰہُ  یُضۡلِلۡہُ ؕ وَ مَنۡ یَّشَاۡ  یَجۡعَلۡہُ  عَلٰی  صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ–আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট....
15 Min read
Read more
ফসিল রেকর্ড ও মানুষের উদ্ভব বনের বিবর্তন ডাইনোসর আগে নাকি মুরগি আগে? উচ্চতর জীবে জিনের আকার বৃদ্ধি হল কিভাবে?   ফসিল রেকর্ড ও মানুষের উদ্ভব প্রাপ্ত ফসিলগুলোর কোনটিই মানুষের বিবর্তন সন্দেহাতীতভাবে প্রমাণে সক্ষম নয়। - বাণীতে বিবর্তনবাদী[১] অবশ্য যতই বিজ্ঞানের সঙ্গে বিবর্তন তত্ত্ব অসামঞ্জস্যপূর্ণ হোক না কেন, এটা নি:সন্দেহে প্রত্যাখ্যান করা হবে না বনের বিবর্তন বিবর্তনবাদীদের মতে, প্রথম বন সৃৃষ্টি হয়েছিল এক প্রকারের উদ্ভিদ দিয়ে। Think for a minute about ‘early’ life on land. Complexity is probably n....
3 Min read
Read more