বাইবেল অনুযায়ী ৪২ টি কারণে যিশু কখনোই ঈশ্বর হতে পারে না। কোন খ্রিস্টান ভাই পারলে এগুলো খন্ডন করে দেখান।
● যিশুকে রোমান সৈন্যরা লাঠি দিয়ে পিঠিয়েছিল (Mark 15:19)
● যিশুকে শয়তান অপহরণ করেছিলো ৪০ দিনের জন্য। (Matthew 4:1-7) যিশু ঈশ্বর তাকে কী করে শয়তান অপহরণ করে? কার শক্তি বেশী তবে যিশুর নাকি শয়তানের ?
● যিশু মাথায় বালিশ দিয়ে ঘুমাতেন। (Mark 4:38) ঈশ্বর কী ঘুমাতে পারে?
● যিশুর খিদে পেত (Matthew 18:21) যিশু মাছ খেতেন (Luke 24:42-43) যিশু ঈশ্বর হলে ঈশ্বরের কী খিদে লাগে ? খিদে লাগার পর খাবার খেলে যিশু অবশ্যই টয়লেট মানে প্রাকৃতিক কাজ করতেন। তো আমার প্রশ্ন ঈশ্বর কী কখনো টয়লেটে যেতে পারেন? এ কেমন ঈশ্বর ?
● যিশু কারো বিচার করেন না। কারণ তার সেই ক্ষমতা নেই (John 8:15)
● ঈশ্বরের কাছে যাবার একমাত্র পথ যিশু (John 14:6) অর্থাৎ যিশু নিজেই সাক্ষ্য দিয়েছে সে ঈশ্বর নই। সে ঈশ্বরের ভাববাদী।
● যিশু ঈশ্বরের শক্তিতে ভূত তাড়াতেন তা যিশুর শিষ্য সাক্ষী দিয়েছে (Acts 2:22) অর্থাৎ যিশুর নিজস্ব কোন ক্ষমতা নেই ৷
● যিশু ছিলেন ঈশ্বরের বার্তাবাহক। যিশু ঈশ্বর নন। (Luke: 24:19)
● বাইবেল অনুযায়ী যিশু ছিলেন একজন মানুষ।(John: 8:40) আমরা জানি মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। বাইবেল অনুযায়ীও মানুষ ঈশ্বর হতে পারে না, তা উপরে প্রমাণ করা হয়েছে।
● যিশু তার প্রয়োজনের জন্য ঈশ্বরের কাছে চাইতেন৷ (John 14:16)
● যিশু ঈশ্বরের আত্মার সাহায্যে ভূত তাড়াত। (Matthew 12:28)
● যিশু বাইবেলের পিতা ঈশ্বর ছাড়া অন্য কাউকে ঈশ্বর ডাকতে নিষেধ করেছেন। (Matthew: 6:9) বাইবেলের ঈশ্বরের নাম যিহোবা বা এলোহিম। কিন্তু এই Varse পরিষ্কার করেছে যে, যিশু ঈশ্বর নন। তিনি পিতা ঈশ্বর নন।
● যিশু ভবিষ্যৎ সম্পর্কে জানতেন না। (Mark 13:32) আপনারাই ভাবুন ঈশ্বর ভবিষ্যৎ সম্পর্কে জানেন না। জানে না কারণ যিশু ঈশ্বরই না।
● ঈশ্বর মানুষ নন।(Hosea: 11:9) কিন্তু যিশু মানুষ ছিলেন তাই যিশু এই Varse অনুযায়ী ঈশ্বর হতে পারে না।
● যিশু বাইবেলের পিতা ঈশ্বর নন। (Matthew: 23:9) বাইবেলের এই Varse টি পরিষ্কার করে দিয়েছে যে, যিশু আর পিতা এক ব্যক্তি নন ৷
● যিশু ঈশ্বরের কাছে পার্থনা করতেন৷ (Matthew: 26:39) যে যিশু নিজে আরেক ঈশ্বরের কাছে পার্থনা করতো সে কী করে ঈশ্বর হয়?
● যিশুর গালে সৈন্যরা থাপ্পড় মেরেছিল। (Matthew 26:68) যিশু ঈশ্বর হলে ঈশ্বরের গালে কেউ কী থাপ্পড় মারতে পারে ?
● যিশু নিজ মুখে বলেছে ঈশ্বর তার চেয়েও মহান। (John: 14:28) যিশু ঈশ্বর হলে সে নিজেকে মহান না বলে কেন ঈশ্বরকে মহান বলেছে ?
● যিশু নিজ থেকে কিছু বলতেন ঈশ্বর যা তাকে শিখিয়েছে তা বলতেন। (John 12:49) তাহলে যিশু কী করে ঈশ্বর হয়?
● যিশু ঈশ্বরের নামে অলৌকিক কাজ করতেন (John 9:25)
● যিশু নিজের থেকে কিছুই করতে পারেন না। তার কোন নিজস্ব অলৌকিক শক্তি নেই৷ (John: 5:30)
● সকল ক্ষমতা ঈশ্বরের। ঈশ্বর ছাড়া আর কারো কাছে সকল ক্ষমতা নেই৷ (Hosea: 13:4).
● সকল শক্তি ও ক্ষমতা একমাত্র ঈশ্বরের কাছে। (Isaiah: 43:3,1)
● যিশু মানুুষকে ঈশ্বরের আদেশ পালন করতে বলতেন। (Matthew 19:18) যিশু ঈশ্বর হলে সে কেন নিজের আদেশ পালন না করে ঈশ্বরের আদেশ পালন করতে বললো ?
● সর্গ দূতেরা একমাত্র বাইবেলের এক ঈশ্বরের ইবাদত করে। (Nehemiah: 9:6) . যিশুর করে না৷
● যিশু ঈশ্বরের চাইতে ভালো মানুষ নন। একমাত্র ঈশ্বর ভালো মানুষ (Matthew: 19:16-17)।
● যিশু বাইবেলের ঈশ্বরের একমাত্র পুত্র সন্তান নন। ঈশ্বরের আরো পুত্র আছে যিশুর মতো। (Luke: 3:38), Exodus: 4:23, Job: 38:7, Romans: 8:14)
● যিশু বাইবেলের ঈশ্বরের একজন বার্তাবাহক। সে ঈশ্বরের আইন পূর্ণ করতে এসেছে। (Matthew: 5:17-18).
● যিশু নিজ মুখে বলেছে আমাদের ঈশ্বর একজন। (Mark: 12:28-32).
● মোশির নিয়ে আসা বিধান অনুযায়ী ঈশ্বর একজন। (Deuteronomy: 6:4) তাহলে যিশু ২য় ঈশ্বর হওয়ার প্রশ্নই আসে না।
● যিহোবা বা এলোহিম ছাড়া আর কোন ঈশ্বর নেই। (Isaiah: 45:5-6).
● বাইবেলের এক ঈশ্বর ছাড়া আর কেউ সর্গ তৈরি করেনি। ঈশ্বর একা এটি তৈরি করেছে, কেউ তাকে সাহাায্য করেনি সর্গ তৈরি করতে। (Nehemiah: 9:6) সেই ঈশ্বর যিশু নন।
● বাইবেলের এক ঈশ্বর ছাড়া আর কোন ঈশ্বর নেই। (Isaiah 44:6).
● বাইবেলের এক ঈশ্বরই আদি ও অনন্ত। (Isaiah, 44:6). যিশু আদি বা অনন্ত নন ৷
● বাইবেলের ঈশ্বর এক ও অদ্বিতীয় তিনি ব্যতীত আর কোন ঈশ্বর নেই। তার মতো আর কেউ নেই ।(Isaiah, 45:21-23).
● বাইবেলের এক ঈশ্বর ভবিষ্যৎ সম্পর্কে যা বলেছেন তাই হবে৷ শেষ কী হবেন তাও তিনি জানেন৷ (Isaiah, 46:9-10)
● বাইবেলের ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছে একা। (Job :38-4).
● যিশু বললেন ঈশ্বর একজন তিনি একজন আর কেউ নেই। (Mark, 12:29).
● যিশু বললেন ঈশ্বরই একমাত্র সেই সত্য। যিশু সত্য নন। (Luke, 18:19).
● বাইবেলের এক ঈশ্বর ছাড়া আর কেউ পৃথিবী সৃষ্টি করেনি। (Nehemiah: 9:6). বাইবেল অনুযায়ী সেই ঈশ্বর যিশু নন।
● যিশুর মুখে মানুষ থুথু ও ঘুসি মেরেছিল (Matthew 26:67) এটা কোন ঈশ্বরের বৈশিষ্ট্য হতে পারে না।
● খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যিশু মৃত (Matthew 27:1-27) তো আমার প্রশ্ন ঈশ্বর কী মারা যেতে পারেন ? এ কেমন ঈশ্বর?