Are you sure?

বিবিধ »  বিবিধ

বিশেষ দ্রষ্টব্য (15/2/2024)


বিষয় : বিশেষ দ্রষ্টব্য 
লেখক : সামিউল হাসান তবিব আলইনফিরাদী  

2022 সালের একদম শুরুর দিকে, islamicauthors.com এ আমার বিভিন্ন লেখা প্রকাশিত হওয়া আরম্ভ হয়। তখন থেকে আরম্ভ করে 2023 সালের একদম শেষের দিক পর্যন্ত আমার মোট 72 টা লেখা islamicauthors.com এ প্রকাশিত হয়েছে। 

2023 সালের শেষের দিকে, আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার 72 টা লেখার সবগুলোকেই আবার নতুন করে লিখব, এবং এই সিদ্ধান্তটির অনুসরণে আমি 2023 সালের শেষের দিকে আমার সবগুলো লেখাকে নতুন করে লেখার কাজ আরম্ভ করে দেই। 

এখন (মানে 15/2/2024 তারিখ) পর্যন্ত আমি মোট 4 টা লেখাকে নতুন করে লিখেছি। 

সবগুলো লেখাকে নতুন করে লেখার সিদ্ধান্ত নেওয়ার পিছনে বেশকিছু কারণ আছে, যেমন :-  

(১) আমার অনেকগুলো লেখাতে অনেকগুলো দূর্বল এবং সহজেই খণ্ডনযোগ্য কথা বিদ্যমান। আমি এই দূর্বল ও সহজেই খণ্ডনযোগ্য কথাগুলোকে বাদ দিতে চাই।  

(২) আমার বিভিন্ন লেখাতে আমার দ্বারা বিভিন্ন ধরনের ভুল সংঘটিত হয়েছে, আমি সেই ভুলগুলোকে সংশোধন করতে ইচ্ছুক। 

(৩) আমার অনেকগুলো লেখাতে অনেকগুলো অস্পষ্টতা এবং বাজে উপস্থাপনা বিদ্যমান এবং আমি এগুলো দূর করতে ইচ্ছুক। 

(৪) আমার এমন কিছু লেখা আছে, যেগুলোর ক্ষেত্রে লেখার ধরন ও রূপ খুবই বাজে হয়েছে, আমি এই লেখাগুলোকে আরও সুন্দরভাবে ও পরিষ্কারভাবে লেখতে ইচ্ছুক। 

(৫) আমার কিছু লেখাতে আমি প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় কথাবার্তা বলে রেখেছি, আমি উক্ত অপ্রয়োজনীয় কথাবার্তাবিশিষ্ট লেখাগুলোকে নতুন করে অপ্রয়োজনীয় কথাবার্তা ব্যতীত লেখতে চাই। 

(৬) আমার কিছু লেখাতে আমি এমন কিছু কথাবার্তা বলে রেখেছি যেগুলোর সহিত আমি বর্তমানে একমত নই, পরবর্তীতে বিভিন্ন বিষয়ে আমার মত পরিবর্তিত হয়েছে। এই ধরনের লেখাগুলোকে আমি আমার সর্বশেষ দৃষ্টিভঙ্গিগুলোর আলোকে নতুন করে লেখতে ইচ্ছুক। 

… ইত্যাদি ইত্যাদি … এই ধরনের অন্যান্য বিভিন্ন কারণ। 

যেই লেখাগুলোকে আমি ইতিমধ্যে নতুন করে লিখে শেষ করেছি, সেই লেখাগুলোর তালিকা নিম্নরূপ। 

1.রাসূল (সা) কি আয়িশাহ (রা) এর সহিত ৯ বছর বয়সে সহবাস করেছিলেন?  
https://islamicauthors.com/article/268 

2.শনিবারে মাটি সৃষ্টির হাদিসটি প্রসঙ্গে । 
https://islamicauthors.com/article/376 

3.দুই দরিয়ার মিলন সংক্রান্ত আয়াতসমূহের তাফসির। 
https://islamicauthors.com/article/224 

4. যখন একজন মেয়ের বয়স ৯ বছর হয় তখন সে একজন মহিলা। 
https://islamicauthors.com/article/273 

5. সূর্যের উষ্ণ জলাশয়ে অস্ত যাওয়ার হাদিসটি শায হওয়া প্রসঙ্গে আলোচনা 
https://islamicauthors.com/article/412

6. দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা প্রসঙ্গে 
https://islamicauthors.com/article/229

7. সবচেয়ে কম অদ্ভুত রাফিযী হাদিস 
https://islamicauthors.com/article/225

8. আবু-বকর আর-রাযী এর ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা 
https://islamicauthors.com/article/278

9. রাফিযী শিয়ারা মিষ্টান্ন হতে সৃষ্ট। 
https://islamicauthors.com/article/391

10. আর-রাফিদ্বাহ ওয়া আক্বিদাতু-তাহরিফিল-কোরআন 
https://islamicauthors.com/article/309

11. রাসূল (সা) কর্তৃক আয়িশাহকে (রা) বিয়ের প্রস্তাব করার দ্বারা কি আবু-বকর (রা) বিব্রত হয়েছিলেন?   https://islamicauthors.com/article/262

12. আকাশ ও পৃথিবীর মধ্য হতে কোনটা আগে সৃষ্টি হয়েছে?  
https://islamicauthors.com/article/219

13.ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি হওয়া প্রসঙ্গে 
https://islamicauthors.com/article/398

14. শনিবারে মাটি সৃষ্টির হাদিসটি কি বিজ্ঞানবিরোধী?  
https://islamicauthors.com/article/416

15. আলাক্বাহ সংক্রান্ত কিছু কথা।
https://islamicauthors.com/article/221

16. ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স কত?  
https://islamicauthors.com/article/380

17. সুলব ও তারাইব সংক্রান্ত কিছু কথা।
https://islamicauthors.com/article/220

যখনই কোনো একটা লেখাকে নতুন করে লেখা শেষ হবে, তখনই সেই লেখাটিকে উপর্যুক্ত এই তালিকাটিতে উল্লেখ করে দেওয়া হবে, আর এভাবেই চলতে থাকবে যতক্ষণ না সবগুলো লেখাকে নতুন করে লেখা শেষ হচ্ছে।  

আমার কোন কোন লেখাগুলোকে নতুন করে লেখা শেষ হয়েছে এবং কোন কোন লেখাগুলোকে এখনও নতুন করে লেখা হয়নি, তা উপর্যুক্ত এই তালিকাটির সাহায্যে জানা যাবে।তালিকাটিতে যেই লেখাগুলোর লিংক দেওয়া আছে সেগুলোকে নতুন করে লেখা শেষ হয়েছে, তালিকাটিতে যেই লেখাগুলোর লিংক দেওয়া হয়নি সেগুলোকে এখনও নতুন করে লেখা হয়নি।